অনলাইন
পহেলগাঁও হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব: মোদি
মানবজমিন ডিজিটাল
(৩ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪:১২ অপরাহ্ন

পহেলগাঁওয়ের হামলাকারীরা কোনোভাবেই রেহাই পাবে না। পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেলেও খুঁজে বের করবে ভারত। জোরালো এবং স্পষ্টভাষায় হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে জানিয়ে দিলেন সন্ত্রাসবাদের দ্বারা জাতির মনোবল ভেঙে দেয়া সহজ নয়। কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর প্রথম প্রকাশ্য মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী। বললেন, ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস যারা দেখিয়েছে, তারা ছাড় পাবে না। যারা এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, যারা আড়াল থেকে সাহায্য করে, তাদের যেটুকু অস্তিত্ব অবশিষ্ট আছে, সেটাও গুঁড়িয়ে দেয়া হবে।'
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এক সমাবেশে মোদি কাশ্মীরের পহেলগাঁওয়ে নিহত ২৬ জন পর্যটকের স্মরণে হাত জোড় করে প্রার্থনা করেন। তিনি উপস্থিত হাজারও মানুষকে নিহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। এই হামলাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। মোদির কথায়, ‘ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। সমগ্র জাতি এই সংকল্পে দৃঢ়। মানবতায় বিশ্বাসী সকলেই আমাদের সাথে আছেন। এই সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন এমন বিভিন্ন দেশের জনগণ এবং তাদের নেতাদের আমি ধন্যবাদ জানাই।’
ভারত পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের একদিন পরই মোদি এই মন্তব্য পেশ করেন। ইতিমধ্যেই ভারত পাকিস্তানের সাথে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে , দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাস করে আটারি চেকপোস্ট বন্ধ করে দিয়েছে। পাকিস্তান-ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার ছায়া সংঘটন রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফরের সময় এই হামলা চালানো হয়েছে। মোদি বলেছেন, এই আক্রমণ নিরীহ পর্যটকদের উপর ছিল না, বরং জাতির আত্মার উপর ছিল। তারা ভারতের আত্মার উপর আক্রমণ করার সাহস করেছিল। এখন সময় এসেছে সন্ত্রাসবাদের যত প্রভাবই থাকুক না কেন, তা ধ্বংস করার'। যদিও পাকিস্তানের নাম কোথাও উল্লেখ করেননি তিনি। হুঁশিয়ারির সুরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি নিশ্চিত করবে যে আক্রমণকারী এবং তাদের পৃষ্ঠপোষকদের মেরুদণ্ড চিরতরে ভেঙে ফেলা হবে।’
সূত্র : হিন্দুস্থান টাইমস
পাঠকের মতামত
সনত্রাস নিধন করা ভালো তবে পেহেল গামের সন্ত্রাসিদের সাড়া দুনিয়াতে খোজার দরকার নাই মোদি নিজেই সারান্ডার করলেই হবে ইগুলা ওরেই চাল
মোদির সাজানো নাটক বিশ্বকে খাওয়াচ্ছে
হাসিনার দোসর , কথা ঠিক তার মতই।
সারাদিন ওনার চিন্তা থাকে বাংলাদেশকে নিয়ে। নিজের দেশ নিয়ে ভাবার সময় কোথায়