অনলাইন
পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে দুই মন্ত্রীকে পাঠিয়েছে মালয়েশিয়া
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৪ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৩:৪২ অপরাহ্ন

মালয়েশিয়ার সরকার ভ্যাটিকানে অনুষ্ঠিত পোপ ফ্রান্সিসের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে তাদের প্রতিনিধিত্ব করার জন্য দুইজন মন্ত্রীকে প্রেরণ করেছে। আইনমন্ত্রী দাতুক সেরি আজালিনা ওথম্যান সাইদ এবং উদ্যোক্তা উন্নয়ন ও সমবায় মন্ত্রী দাতুক ইওন বেনেডিক্ট প্রয়াত পোপের প্রতি সম্মান জানাতে এই অনুষ্ঠানে যোগ দেন।
আজ দেশটির মালয় মেইল মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মন্ত্রী ইওন পোপ বেনেডিক্ট এর আগে কুয়ালালামপুরে অবস্থিত অ্যাপোস্টলিক নানসিয়েচারে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম পোপ ফ্রান্সিসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আন্তঃধর্মীয় বোঝাপড়া বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য পোপের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
উল্লেখ্য, এই মাসের শুরুতে পোপ ফ্রান্সিস মারা যান। তিনি ছিলেন আমেরিকা ও দক্ষিণ গোলার্ধের প্রথম পোপ এবং ২০১৩ সাল থেকে ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্বজুড়ে ধর্মীয় সম্প্রীতি স্থাপন এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে তার বলিষ্ঠ ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
মালয়েশিয়া, ভ্যাটিকানের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। ২০১১ সাল থেকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। পোপ ফ্রান্সিসের আন্তঃধর্মীয় সংলাপের উদ্যোগকে মালয়েশিয়ার সরকার ও জনগণ বিশেষভাবে গুরুত্ব দেয়।
গতকাল ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে পোপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন। এরপর রোমের ব্যাসিলিকা ডি সান্টা মারিয়া মাগজিওরে তাকে সমাহিত করা হয়।