অনলাইন
সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(১৫ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন মানিকগঞ্জ জেলা ডিবি (গোয়েন্দা পুলিশ) নাঈমুর রহমান দুর্জয়কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।
তার বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতদিয়া ও মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ–বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন ।
পাঠকের মতামত
চিটাগুড়ের লোভে যে সকল ক্রিড়াবিদ ফ্যাসিষ্টের টোপ গিলেছিল, তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। জাতির সামনে তাদের সকল অপকর্মের মুখোশ উন্মোচন করা হোক। এরা ক্রিড়া জগতের কলঙ্ক।
দুর্নীতিবাজ ও দুষ্ট প্রকৃতির লোক।
এটা সাকিবের মতই টাউট।
নক্ষত্রের পতন
সে চরম দুর্নীতি বাজ,তাকে শাস্তির আওতায় আনা হোক এটাই আশা।আর তার নামের আগে ক্রিকেটার শব্দটা ব্যবহার না করার জন্য অনুরোধ রইল।