ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

গণতন্ত্রের স্বার্থে ঐকমত্য কমিশনে বিএনপি অনেক ছাড় দিয়েছে: তারেক রহমান

পটুয়াখালী প্রতিনিধি

(১৪ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন

mzamin

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। তাই গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার জন্য বড় দল বিএনপি’র নেতাকর্মীদের দায়িত্ব অনেক বেশী। নিজে এবং অন্যকে এমন কোন কাজ করবেন না বা করতে দিবেন না যাতে দলের ক্ষতি হয়। বড় দল হিসেবে গণতন্ত্রের স্বার্থে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে অনেক ছাড় দিয়েছে। 

বুধবার বিকালে পটুয়াখালীর প্রাণকেন্দ্র ব্যয়ামাগার মিলনায়তনে জেলা বিএনপি’র ত্রি- বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় সম্মেলনে তারেক রহমান  বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক দেশের স্বার্থে গণতন্ত্রের ধারায় অন্যান্য দলের মতামত শুনতে হবে। তাদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যা সমাধান করতে হবে। মনে রাখতে হবে জনগণের প্রত্যাশার কথা বললে, তারা আপনার মিছিলে আসবে। 

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বড় হলে সমস্যাও বেশি, দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে, এ ধারাবাহিকতাকে সামনে রেখেই দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। তারপরও অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও অনেক ছাড় দিয়েছে বিএনপি। অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে। যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়। 

তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা আমরা শুধু রাষ্ট্রে নয়, দলের মধ্যেও বজায় রাখতে চাই। গণতন্ত্রে বিশ্বাস বলেই আমরা ভিন্নমতকে গুরুত্ব দেই।

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ রাজনীতি করেন না। তাদের কাছে যেতে হবে। তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের কথা বলতে হবে। কৃষকের উন্নয়নের কথা বলতে হবে, শিক্ষার্থীদের কথা বলতে হবে, সাধারণ মানুষের কল্যাণের কথা বলতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা আড়াই বছর আগে থেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি। বড় দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে রিফর্মে অর্ন্তবর্তী সরকারের কাজে সহযোগিতা করা। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, প্রমুখ। 
 

পাঠকের মতামত

সকল কথা জনসার্থে এরই নাম বিএনপি।

মাজেদুর রহমান
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:১০ পূর্বাহ্ন

বাংলাদেশের জন্য ভাল যা করার BNP কেই করতে হবে। জিয়াউর রহমান -> খালেদা জিয়া -> তারেক রহমান-> সার্বভৌম গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের ভাবনায় জিয়া পরিবার = BNP = বাংলাদেশ।

সিরু
২ জুলাই ২০২৫, বুধবার, ৯:৫৯ অপরাহ্ন

বিএনপি বড় দল? And they were utterly helpless against a Fencidil addict mangy animal like Sheikh Hasina for over 15 years? BORO DHOL? What about the BORO RAW agents in BNP? Ruthless and dangerous agents like SALAHUDDIN AHMED?

Aminul R Islam
২ জুলাই ২০২৫, বুধবার, ৯:৫৩ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status