অনলাইন
৯ম পে-কমিশন গঠন এবং রেশন ভাতা চালুর দাবি সচিবালয় কর্মচারীদের
স্টাফ রিপোর্টার
(১৪ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৯:৩৭ অপরাহ্ন

৯ম পে-কমিশন গঠন এবং সচিবালয়ে রেশন ভাতা চালুর দাবি জানিয়েছেন সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বিষয়টি নিয়ে তারা অর্থ উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অর্থ উপদেষ্টা নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন খুব স্বল্প সময়ের মধ্যেই ৯ম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টা সঙ্গে আলোচনাক্রমে চূড়ান্তভাবে পে-কমিশনের ঘোষণা করা হবে।
বুধবার সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভায় পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর, সংগঠনের মহাসচিব নিজামউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন। সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান উপস্থিত ছিলেন।
অলোচনাকালে পরিষদের নেতৃবৃন্দ অর্থ উপদেষ্টা-কে জানান, নিয়মানুযায়ী বিগত ৫ বছর পূর্বেই নতুন পে-কমিশন গঠন হওয়ার কথা কিন্তু বিগত সরকারের আমলে চরম দূর্মূল্যের বাজারে কর্মচারীদের আর্থিক অনটনের বিষয়টি উপেক্ষিত হয়েছিল এবং তাদেরকে দূর্বিসহ জীবন-যাপনের দিকে অন্যায়ভাবে ঠেলে দেয়া হয়েছিল। তাদের দুর্দশার কথা উপদেষ্টা আন্তরিকভাবে অনুধাবন করেন এবং কর্মচারীদের প্রস্তাবিত দাবির যৌক্তিকতা স্বীকার করেন। অর্থ উপদেষ্টা নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, খুব স্বল্প সময়ের মধ্যেই ৯ম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টা সঙ্গে আলোচনাক্রমে চূড়ান্তভাবে পে-কমিশনের ঘোষণা করা হবে। এছাড়া সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ উপদেষ্টাকে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন-ভাতা চালুর যৌক্তিকতা তুলে ধরেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, মো, নজরুল ইসলাম প্রমুখ ।