অনলাইন
গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সেই যুবক আটক
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে জিগাতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
ওই যুবকের নাম মো. আশরাফুল (২৩)। সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এলাকার নূর আলমের ছেলে। বর্তমানে রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকেন।
ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা ওই যুবক রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী দাবি করেন, ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে।
গাড়ির মধ্যে থাকা এক পুরুষ ও এক নারীর সঙ্গে বাকবিতন্ডার মধ্যেই চাঁদার টাকা নিচ্ছিলেন ওই যুবক। তারা ‘মাস্তানি' করার অভিযোগ তুললে ওই যুবক পাল্টা প্রশ্ন করেন ‘কোনো সমস্যা’ কি-না।
পরে ওই যুবকের নাম জানতে চান তারা। যুবক বলেন, ‘নাম দিয়ে কি হবে?’ ভিডিও করার বিষয়টি টের পেয়ে ওই যুবক ‘ভালো করে’ ভিডিও করতে বলেন। টাকা নেয়ার পর বলেন, ‘যদি একটা চুল বাঁকা করতে পারো, তাহলে করো যাও।’
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই আশরাফুলকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
পাঠকের মতামত
ওর নেতাকে লটকাইতে হবে।
ভিডিও ভাইরাল হলেই কেন আটক? তাহলে এই পুলিশ বাহিনীর কাজ কি? তারা কেন ভিডিও ভাইরালের আগে তাকে চিহ্নিত করে আটক করতে পারলো না? এরকম লাখো ঘটনা ঘটছে, লাখো ভিডিও ভাইরাল করতে হবে? আমাদের টাকায় পাওয়া বেতনে এই পুলিশ বাহিনী আমরা পালতে চাই না। আবু সাঈদ ও মুগ্ধ সাহেবদের জীবন দান বৃথা।
যে বিচারক তাকে সাজার আগে জামিন দিবে সে বিচারক দেশে শান্তি বিঘ্নকারী হিসেবে যেন চিহ্নিত হয়।
জাতি এই ধরনের বদমাইশ ও চাঁদাবাজ, দূর্নীতি যুক্ত রাজনীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। বর্তমান জনতার সরকার কে সময় দিন, সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, অল্প সময়ে সুশৃঙ্খল ও কর্মঠ এক গড়ে উঠবে।
সন্ত্রাস ও চাঁদাবাজি আইনে মামলা দিয়ে কঠোর শাশ্তি নিশ্চিত করতে হবে, যাতে এই ভাবে প্রকাশ্যে মাস্তানি করে চাঁদাবাজি করতে কেউ সাহস না পায়। আর সব চেয়ে বেশি জরুরি এই চাঁদাবাজের মূলহোতা কে তা বেড় করে তাঁকেও গ্রেফতার করতে হবে !!
এ রাজনৈতিক দালাল ছেলেটিকে ভালোভাবে জিজ্ঞেস করুন এদের মূল হুতা কে ?সেখানে সঠিকভাবে আইন প্রয়োগ করে ব্যবস্থা নিন যেন আর একটি ঘটনাও না ঘটে।
এ রাজনৈতিক দালাল ছেলেটিকে ভালোভাবে জিজ্ঞেস করুন এদের মূল হুতা কে ?সেখানে সঠিকভাবে আইন প্রয়োগ করে ব্যবস্থা নিন যেন আর একটি ঘটনাও না ঘটে।
এতো দু: সাহস কোথা থেকে পায়? আমরা কি এই বেজন্মার খায় না পড়ি? এর মাথায় ঘোল ঢেলে রাস্তার মাঝখানে দাড় করিয়ে দেওয়া হোক।
এরে দ্রুত রিমান্ডে নেওয়া দরকার। রিমান্ডে দিয়ে এমন বাশডলা দিতে হবে যেন কোন দিন এই কাজ করার কথা স্বপ্নেও না ভাবে।
Elephant road এর কফি হাউজের গলিতেও এ রকম চাঁদাবাজি হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সন্ত্রাস ও চাঁদাবাজি আইনে মামলা দিয়ে কঠোর শাশ্তি নিশ্চিত করতে হবে, যাতে এই ভাবে প্রকাশ্যে মাস্তানি করে চাঁদাবাজি করতে কেউ সাহস না পায়। আর সব চেয়ে বেশি জরুরি এই চাঁদাবাজের মূলহোতা কে তা বেড় করে তাঁকেও গ্রেফতার করতে হবে !!
তার চুল ফেলে দেয়া হোক,তারপর লাল দালানে ১২ মাস থাকার ব্যবস্থা করা হউক.
হায় ! বিএনপির নেতা নামের চান্দাবাজ সকল , তোদের কপালে দু:খ আছে । পোস্তগোলা নদীর পাড়ের রাস্তার উপর ট্রাক স্টান বানানো হয়েছে । সারি সারি ট্রাক দাড়িয়ে থাক বলে রাস্তা সংকীণ হয়ে প্রতিদিন দু:ঘটনা ঘটছে । চাদা তুলছে বিএনপির নামধারী নেতারা ...... এসে নিজের চোখে দেখে যান ..থানা সাথে হবার পরেও কেউ ব্যবস্থা নিচ্ছে না । কে প্রতিবাদ করলে মারধর করা হচ্ছে ।
ওকে এবং ওর নেতাকে লটকাইতে হবে।