ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

সংস্কার প্রশ্নে ঐকমত্য হওয়া বিষয় জাতির সামনে প্রকাশের আহ্বান খসরু’র

স্টাফ রিপোর্টার

(১৬ ঘন্টা আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪৪ অপরাহ্ন

mzamin

সংস্কার প্রশ্নে যে বিষয়ে ঐকমত্য হয়েছে তা জাতির সামনে প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনাদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। বিকালে বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটি। এরপরে বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদেরর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা।বিএনপির পক্ষে বৈঠকে দলের আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনে। এটা হচ্ছে জনগণের মালিকানার বিষয়। সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরেও আরো বহু সংস্কার হতে থাকবে। আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে। তারপরেও সংস্কারে যে বিষয়ে ঐকমত্য হয়েছে, সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। প্রকাশ করে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে অসুবিধা কোথায়?
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ড. ইউনূস (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) সাহেবও তো বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে। কোথায় ঐকমত্য হয়েছে, আমাদের বলেন। আমরা তো সবাই জমা দিয়েছি। শুধু বিএনপি না, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐকমত্য হয়েছে জাতিকে জানিয়ে দিয়ে সনদে সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। পরিষ্কার কথা।

আরেক প্রশ্নের জবাবে খসরু বলেন, ভোটের জন্যই তো নির্বাচন করে। ভোটের মাধ্যমে তো অবশ্যই ক্ষমতায় যাবে। যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা তো এটাই মনে করবে।

 

পাঠকের মতামত

Mr. Khasru public should know, in which reform proposals BNP didn't agreed and why?

md shamsul hoque
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৬ অপরাহ্ন

When you excorcise a demon from one person or that person dies the demon quickly moves onto another person. Since the Awami League is now dead RAW, the demon of India, has now moved onto BNP and possessed it. BNP is now possessed by RAW. The nation needs to be careful and keep BNP under constant surveillance.

Aminul Islam
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৪ অপরাহ্ন

১১৬, ১১৬, ১১৬ শুনতে, শুনতে, ক্লান্ত, গণ অভূতত্থান্ কারোরই অনুমতি নিয়ে হয় নাই। বিচার বিভাগ পৃথক করার প্রয়োজনে ১১৬ কেনো, পুরো দলীয় সংবিধান বাতিল করুন। তবুও বিচার বিভাগ জনস্বার্থে পৃথক করুন, করতে হবে এখনই।। নির্বাচন, নির্বাচন, নির্বাচন গান শুনতে আর ভাল লাগেনা। নির্বাচন উত্তর ক্ষমতাসীন দের চাঁদাবাজি, দখলদারি, লুটপাট, দেশের সম্পদ পাচার কারী, ব্যাংক লুটেরা, অন্য দেশের দালালী দেশ সংস্কার / দেশ মেরামত না হওয়া পর্যন্ত নির্বাচন বন্দ থাকুক। আগে শহীদ ও আহত ছাত্র জনতা বিচার শেষ করুন।

No name
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:১২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status