অনলাইন
পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
স্টাফ রিপোর্টার
(১৫ ঘন্টা আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী রোববার তার ঢাকা আসার কথা ছিল। সম্প্রতি কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে এ সফর স্থগিত করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৭ থেকে ২৮শে এপ্রিল বাংলাদেশ সফরে আসতে পারছেন না। সফরের পরবর্তী তারিখ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
ইসহাক দারের সফরে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। এই বৈঠক ঘিরে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি ছিল।
গত ১৭ই এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা সফর করেন। ওই সময় মন্ত্রী পর্যায়ের সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।
পাঠকের মতামত
The main reason behind postponing this visit is the brazen and unreasonable and hostile attitude that was shown by our foreign secretary Md Jashim Uddin (who acted for the best interests of INDIA).
মিশন পহেলগাঁওয়ের পেছনে দিল্লির দুটি স্পষ্ট লক্ষ্য ছিল বলে অনুমান করা যায়: ১. কাশ্মীরের ওপর দিল্লির নিয়ন্ত্রণ আরও কঠোর করা– এই অপারেশনের মাধ্যমে ভারতীয় সরকার কাশ্মীরে তাদের প্রশাসনিক ও সামরিক দখলদারিত্বকে আরও শক্তিশালী করতে চেয়েছে, স্থানীয় জনগণের প্রতিরোধকে দমন করে অঞ্চলটিকে পুরোপুরি দিল্লির কর্তৃত্বের অধীনে নিয়ে আসার লক্ষ্যে। ২. পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক প্রতিশোধমূলক ব্যবস্থা– এই হামলাকে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বৃদ্ধি, সীমান্তে সামরিক আগ্রাসন তীব্রকরণ, এমনকি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার মতো ব্যাপক পদক্ষেপ নিতে পারে। এছাড়াও, ঢাকায় বসে ইসলামাবাদ যেন দিল্লির স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্যে গোয়েন্দা ও কূটনৈতিক পর্যায়ে জোরালো ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি।