ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড সমন্বয়কদের জুলাই আন্দোলনের অর্জনকে ম্লান করেছে- আবু হানিফ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

(১৪ ঘন্টা আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:০০ অপরাহ্ন

mzamin

সমন্বয়কদের বিতর্কিত কর্মকাণ্ড জুলাই আন্দোলনের অর্জনকে ম্লান করেছে বলে মন্তব্য করে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,  জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো সমন্বয়করা। কিন্তু ৫ই আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনের তাদের অর্জনকে ম্লান করেছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ যুব অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক বিক্ষোভ কর্মসুচীতে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়ান গাজী সালাউদ্দিন তানভীর নামে এক সমন্বয়ক। সেই তানভীর আবার এনসিটিবির ৪০০ কোটি টাকার দুর্নীতির সাথেও সম্পৃক্ত হন। এই তানভীর এনসিপির নেতা। তাকে অব্যাহতি দেয়া হয়েছে, সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাবাসাদ করা, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে।
আবু হানিফ আরো বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনীহা দেখা যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে সরকারকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। যারাই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুর্নবাসন করবে তাদেরকেই রুখে দিতে হবে। এই অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে ভবিষ্যতে সুযোগ পেলে এর চেয়ে ভয়ংকর গণহত্যা চালাবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজনে আরো  বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কিশোরগঞ্জ  জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, করিমগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ সামসুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ আনাস মিয়া, করিমগঞ্জ পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সালাউদ্দিন আইউবী প্রমুখ।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status