অনলাইন
সহায়তা তহবিল হ্রাস শিশুদের টিকাদানকে মহামারীর মতোই ব্যাহত করছে: জাতিসংঘ
মানবজমিন ডিজিটাল
(১৭ ঘন্টা আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:৫১ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বব্যাপী সহায়তা তহবিল হ্রাস, কোভিড-১৯ মহামারীর মতোই মারাত্মক রোগের বিরুদ্ধে শিশুদের টিকাদানের প্রচেষ্টাকে ব্যাহত করছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্বব্যাপী হাম, মেনিনজাইটিস এবং হলুদ জ্বর সহ সংক্রামক রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০৮টি নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশের অফিসের প্রতিবেদন অনুসারে, তহবিল হ্রাসের কারণে এপ্রিলের শুরুতে প্রায় অর্ধেক দেশে জরুরি ও নিয়মিত টিকাদান উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছিল।
ডব্লিউএইচও এবং ইউনিসেফ যৌথ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তহবিল হ্রাসের ফলে টিকা সরবরাহ হ্রাস পেয়েছে এবং রোগের ওপর নজরদারি ব্যাহত হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল মনে করেন, "কোভিড-১৯ এর সময় আমরা যা দেখেছিলাম এটি তার মতোই বিপর্যয়। প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে লড়াইয়ে আমরা হার মানতে পারি না। 'যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এক প্রজন্মের মধ্যে শৈশবকালীন টিকাদানে সবচেয়ে বড় পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বৃহত্তম দাতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সহায়তা তহবিল হ্রাস একই পরিণতির ঝুঁকি তৈরি করেছে। জুন মাসে চালু হতে যাওয়া গ্যাভির তহবিল চালু হবার আগে তারা শৈশবকালীন টিকাদানের জন্য প্রয়োজনীয় তহবিল বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই গ্রুপটি ২০২৬-২০৩০ সাল পর্যন্ত তাদের কাজের জন্য ৯ বিলিয়ন ডলার চাইছে।
গ্যাভির প্রধান নির্বাহী কর্মকর্তা সানিয়া নিশতার বলেন, সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই করা সম্ভব, তবে কেবল তখনই যদি গ্রুপটিকে সম্পূর্ণ অর্থায়ন করা হয়। ২০২১ সাল থেকে হামের প্রকোপ বছর বছর বৃদ্ধি পেয়েছে। গত বছর আফ্রিকায় মেনিনজাইটিস বেড়েছে এবং হলুদ জ্বরের প্রকোপও বাড়ছে। গত মাসে, মার্কিন সরকারের একটি অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে যে তারা ইউনিসেফ এবং ডব্লিউএইচও-তে তাদের অনুদানে কাটছাঁট করবে। একইসঙ্গে গ্যাভিতে বার্ষিক প্রায় ৩০০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করা হয়েছে। গত সপ্তাহে, মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সকে জানিয়েছে যে তারা গ্যাভির ২৮ সদস্যের বোর্ডে বিশ্ব স্বাস্থ্য বিষয়ক সহকারী প্রশাসক মার্ক লয়েডকে মনোনীত করেছে। আগে এই আসনটি খালি ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং গ্যাভি উভয়ই মার্কিন তহবিল বন্ধের প্রভাব কী হতে পারে সে সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র : আরব নিউজ