অনলাইন
পহেলগাঁও হামলা
পাকিস্তানকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দেখছে কংগ্রেস, মোদির পাশে থাকার আশ্বাস
মানবজমিন ডিজিটাল
(২০ ঘন্টা আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৫:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাব দিতে প্রস্তুত ভারত। আর এতে কেন্দ্রের পাশে দাঁড়াল প্রধান বিরোধী দল কংগ্রেসও। বৃহস্পতিবার কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী। কংগ্রেস ওয়ার্কিং কমিটি পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এটিকে ‘কাপুরুষোচিত’ কাজ বলে অভিহিত করেছেন তারা। সেইসঙ্গে এই হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পাকিস্তানকে দায়ী করেছে কংগ্রেস।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বলা হয়েছে, হিন্দু তীর্থযাত্রীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্য ছিল দেশজুড়ে উত্তেজনা উস্কে দেয়া। প্রস্তাবে বলা হয়েছে, জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তান। ভারতে অস্থিরতা সৃষ্টির জন্য চক্রান্তকারীরা সীমান্ত পেরিয়ে বিশাল ষড়যন্ত্রের আয়োজন করেছে।
নিহতদের পরিবারের প্রতি প্রতি সমবেদনা প্রকাশ করে প্রস্তাবে আরও বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশকে এই মুহূর্তে কঠিন, দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে হবে। একইসঙ্গে সীমান্ত পেরিয়ে সন্ত্রাস, জঙ্গিদের আর্থিক মদদ জোগানো বন্ধ করতে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে হবে। দেশের নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি দমনে সরকারকে সর্বতোভাবে সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রধান বিরোধী দল।
কেন্দ্রীয় সরকারের কাছে কংগ্রেস এই ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি করে বলেছে, দ্রুত ব্যবস্থা নিতে হবে সরকারকে। এই দুঃসময়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে দলটি।
সূত্র: ইকোনোমিক টাইমস