কলকাতা কথকতা
অর্পিতার ফ্ল্যাট থেকে আরও ২৮ কোটি টাকা ও ৩ কেজি সোনা উদ্ধার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৫ অপরাহ্ন

বৃহস্পতিবার ভোর ৪টা বেজে ১০ মিনিট। বেলঘরিয়ার ক্লাব টাউন অ্যাপার্টমেন্টের আটতলার ফ্ল্যাটে চারটি নোট গোণার যন্ত্র নিয়ে টাকা গুণছিলেন চার ব্যাংক অফিসার। তাদের গণনা শেষ হলো। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে বুধবার দুপুর ১২টায় ইডির অভিযান শুরু হয়ে শেষ হলো আজ ৪টা ১০-এ। উদ্ধার হয়েছে ২৮ কোটি টাকা, তিন কেজি ওজনের সোনার বার ও রুপার একটি দু’কেজির বার। মতান্তরে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৪১ কোটি। জেরায় টিপ পেয়েই ক্লাব টাউনের আবাসনে হানা দেয় ইডি। অর্পিতার মা মিনতি সামান্য বাধা দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, আলিবাবার গুপ্তধনের সন্ধান পাওয়া ইডি অধিকারিকদের তিনি আটকাতে পারেননি। কাবার্ড, আলমারিতে লুকোনো ছিল দুহাজার ও পাঁচশো টাকার নোটের বান্ডিল।
পাঠকের মতামত
ভারতীয় রাজনৈতিক নেতারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাছে দেশ থেকে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা সরিয়েও কিভাবে বহাল তবিয়তে ক্ষমতায় থেকে জীবন তাকে উপভোগ করা যায় তার প্রশিক্ষন গ্রহন করতে পারেন।
আমার ধারণা বাংলাদেশের অনেক মন্ত্রীর বাড়িতে হানা দিলে বিপুল পরিমাণ অর্থ পাবার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের দেশে কোন ইডি নেই। তাই আশা করাও বৃথা।