কলকাতা কথকতা
'বিজেপি নেতাজিকে ভুলে গিয়েছে ', কেন্দ্রকে তোপ মমতার
কলকাতা প্রতিনিধি
(৮ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেলো ক্ষোভের সুর। রেড রোডে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, আম্বেদকর সহ সবাইকে শ্রদ্ধা। উনি পরিকল্পনা কমিশন তৈরি করেছিলেন। দেশকে দিশা দেখাতে গিয়ে উনি কোথায় হারিয়ে গেলেন আজও জানতে পারলাম না। ওনার জন্মদিন জানি, মৃত্যুদিন জানি না।
ওরা বলেছিল, ছাই নিয়ে যেতে। আমি বলেছি, ছাই নেব না, আমাদের জীবন্ত নেতাজি চাই। আমার সরকার আসার পর ৬৪ টি ফাইল এবং সব তথ্য পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম। কিন্তু কেন্দ্র ফাইল বের করেনি। বিজেপি নেতাজিকে ভুলে গিয়েছে।”পোর্ট, ডকের নাম বদল, প্ল্যানিং কমিশন তুলে দেওয়া নিয়েও আজ ক্ষোভ প্রকাশ করেন তিনি। নীতি আয়োগ-নিয়েও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, "না আছে নীতি, না আছে আয়োগ। একেবারে মোমের পুতুল।" নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষিত নয়, এই প্রসঙ্গেও আজ বাংলার মুখ্যমন্ত্রীর গলায় ক্ষোভ শোনা যায়। তিনি বলেন, "২০ বছর চেষ্টা করেও একটা জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমাপ্রার্থী, আমি লজ্জিত।" ১২৭ তম জন্মবার্ষিকীতে সেই আক্ষেপ ঝরে পড়ল মুখ্যমন্ত্রীর গলায়। বললেন, ”আমরা নেতাজির মৃত্যুদিনটাও জানতে পারলাম না।
ওদিকে নন্দীগ্রাম-২ নম্বর ব্লকে নেতাজি জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্য নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামাতঙ্কে ভুগছেন। যেমন জলাতঙ্কে মানুষ ভোগেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল ভুগছেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, "নেতাজিকে যদি কেউ সম্মান দেন, তাহলে তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর কেউ নন। কারণ, তিনি-ই উদ্যোগ নিয়ে মূর্তি স্থাপন থেকে শুরু করে নেতাজির ফাইল সামনে আনার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।''
মায়ের থেকে মাসির দরদ বেশি।