কলকাতা কথকতা
পার্থর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩১ অপরাহ্ন

চাকরি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রীর সঙ্গে দৃশ্যত দূরত্ব বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবিভূষণ খেতাব বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেউ অপরাধ করলে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। মন্ত্রিসভায় পার্থর দায়িত্বও ভাগ করে দেয়া হয়েছে। যেদিন ইডি তাঁর বাড়িতে হানা দিয়েছিলো সেদিন পার্থ বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচবার ফোন করেছিলেন। তিনি একবারও ফোন ধরেননি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের নবীন প্রজন্ম চাইছে পার্থ চট্টোপাধ্যায়কে এখনই দল থেকে বহিষ্কার করতে। তাঁদের বক্তব্য, এতে দলের ভাবমূর্তি ঠিক থাকবে। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আপসহীন ইমেজ বজায় থাকবে। দলের প্রাচীন পন্থিদের বক্তব্য, এত তড়িঘড়ির কিছু নেই। পার্থ অভিযুক্ত হয়েছেন মাত্র।