বিশ্বজমিন
টানেলে আটকে পড়া ৪১ শ্রমিকের প্রথম ফুটেজ
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৮ অপরাহ্ন

উত্তরাখন্ডে টানেলের ভিতর আটকে পড়া ৪১ শ্রমিকের ক্যামেরা ফুটেজ ধারণ করা হয়েছে। ৯ দিনের মধ্যে প্রথমবার তাদের সঙ্গে ক্যামেরা মারফত যোগাযোগ করা হয়। একটি এন্ডোস্কপি ক্যামেরা ব্যবহার করে তাদের ভিডিও ধারণ করা হয়। সোমবার ওই টানেলে খনন করা একটি লাইনে পাইপের মাধ্যমে এই ক্যামেরা নামিয়ে দেয়া হয়েছিল ভিতরে। এ সময়ে ওই পাইপের মাধ্যমে প্রথমবারের মতো তাদেরকে গরম খাবার সরবরাহ করেছেন উদ্ধারকারীরা। প্রথম দিকে একটি সংকীর্ণ পাইপ পাঠানো হয়েছিল তাদের কাছে। সেই পাইপের মাধ্যমে তাদেরকে এ পর্যন্ত স্ন্যাক্স জাতীয় খাবার পরিবেশন করা হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
গত ১২ই নভেম্বর নির্মাণাধীন ওই টানেলটি ধসে পড়ে। তার পরপরই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তাদেরকে অক্সিজেন, খাদ্য ও পানি সরবরাহ করা হয়েছে।
একজন কর্মকর্তা ওই শ্রমিকদেরকে ক্যামেরার সামনে এসে হাত নাড়াতে বলেন। তাদের নির্দেশে শ্রমিকদেরকে সাড়া দিতে দেখা যায়। ওই কর্মকর্তা তাদেরকে আরও বলেন যে, তাদেরকে শিগগিরই উদ্ধার করা হবে। তাদেরকে ক্যামেরার সামনে এসে পরিচয় দিতে বলেন। এ সময় তারা দ্বিমুখী রেডিও যোগাযোগ ব্যবহার করেন। শ্রমিকদের অনেককে নিরাপত্তামূলক হেলমেট এবং জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। তারা অর্ধবৃত্তাকার অবস্থান নেন। এরপর কর্মকর্তারা বলেন, শিগগিরই পাইপের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে তাদের কাছে পানি পাঠানো হবে।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]