বিশ্বজমিন
মাদক কিনতে গিয়ে গ্রেপ্তার হাসপাতালের সিইও
মানবজমিন ডেস্ক
(২১ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৯ অপরাহ্ন

হায়দরাবাদ এক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ৫ লাখ রুপির কোকেন কিনতে গেলে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তার নাম নম্রতা চিগুরুপতি (৩৪)। পুলিশ বলেছে, তিনি মুম্বই ভিত্তিক মাদক সরবরাহকারী বংশ ধাক্করের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে কোকেন নিচ্ছিলেন। ঘটনাটি ঘটে রায়াদুর্গম এলাকায়। সেখানে বালাকৃষ্ণ নামে এক ব্যক্তি নম্রতার কাছে কোকেন সরবরাহ করতে যায়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, নম্রতা হোয়াটসঅ্যাপে বংশ ধাক্করের সঙ্গে যোগাযোগ করে কোকেনের অর্ডার দেন এবং অনলাইনে ৫ লাখ রুপি পরিশোধ করেন। পুলিশ কর্মকর্তা ভেঙ্কন্না বলেন, নম্রতা একজন চিকিৎসক। তিনি মুম্বইয়ের পরিচিত মাদক ব্যবসায়ী বংশের কাছ থেকে কোকেন অর্ডার করেন। সরবরাহকারী হিসেবে বালাকৃষ্ণ এসেছিলেন এবং রায়াদুর্গম এলাকায় নম্রতার হাতে মাদক তুলে দেন। তখনই পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৫৩ গ্রাম কোকেন, নগদ ১০ হাজার রুপি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ভেঙ্কন্না আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নম্রতা স্বীকার করেছেন যে, তিনি এ পর্যন্ত মোট প্রায় ৭০ লাখ রুপি মূল্যের মাদক কিনেছেন। এই ঘটনায় চিকিৎসক মহলে ও সামাজিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন চিকিৎসা পেশাজীবীর এ ধরনের কর্মকাণ্ড নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।
পাঠকের মতামত
This is India. There best quality doctor is tarrest.