বিশ্বজমিন
আবারও বৈঠকে বসছেন শি জিনপিং-বাইডেন
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪২ অপরাহ্ন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান-ফ্রান্সিসকোতে মুখোমুখি হন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠক থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছিল। এরপর দ্রুতই এই দুই নেতার নতুন বৈঠকের ঘোষণা এলো। সোমবার হোয়াইট হাউসের তরফে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান পরস্পরের সঙ্গে আবারও বৈঠকে বসার ব্যাপারে রাজি হয়েছেন। কিন্তু কবে তারা দেখা করবেন তা এখনও নিশ্চিত নয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি নিয়েই আবারও আলোচনা হতে পারে তাদের মধ্যে। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, দুই নেতাই রাজি হয়েছেন ফের মিটিংয়ে বসার ব্যাপারে। কিন্তু কবে তারা মিটিংয়ে বসবেন তা নিয়ে কোনও তারিখ চূড়ান্ত হয়নি। এর আগে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন সামিটে দেখা হয়েছিল শি জিনপিং ও বাইডেনের। সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা হয়।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]