বিশ্বজমিন
জি-২০: যৌথ ঘোষণা নিয়ে সন্তুষ্ট মস্কো, কিয়েভের অসন্তোষ
মানবজমিন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
সমপ্রতি অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনের যৌথ ঘোষণার প্রশংসা করেছে রাশিয়া। ভারতের রাজধানী নয়াদিল্লিতে হওয়া এই সম্মেলন শেষে দেশগুলো যে যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেছে, তাতে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে বিষয়টি নিয়ে রাশিয়া নিজের সন্তোষ জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়া নিজেও আশা করেনি এই যৌথ ঘোষণা নিয়ে সদস্য সব দেশ একমত হবে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, জি-২০ সম্মেলন শেষে দেয়া ওই যৌথ ঘোষণায় শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য দেশের ভূমি দখলের সমালোচনা করা হয়। কিন্তু এতে সরাসরি রাশিয়া কিংবা ইউক্রেন কারও নাম নেয়া হয়নি। দুই দিনের এই সম্মেলনের মাধ্যমে জি-২০ জোটের নতুন সদস্য হয়েছে আফ্রিকান ইউনিয়ন। এই ইউনিয়নে রয়েছে ৫৫টি দেশ, যা গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব করে। রাশিয়া সমপ্রতি নিজেকে এই গ্লোবাল সাউথের অঘোষিত নেতা মনে করতে শুরু করেছে। বিবিসিকে তিনি বলেন, গ্লোবাল সাউথ আর চুপ করে বসে থেকে পশ্চিমাদের লেকচার শুনবে না।
গত বছর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলন ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তপ্ত হয়েছিল। পশ্চিমা সদস্যরা রাশিয়ার ‘আগ্রাসী’ আচরণের নিন্দা জানাতে জি-২০কে ব্যবহার করেছিলেন। কিন্তু এর এক বছর পরই দেখা গেল ইউক্রেন ইস্যু আর গুরুত্ব পাচ্ছে না। গত বছরের সম্মেলনে সদস্য না হওয়া সত্ত্বেও ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এ বছর দেশটিকে আমন্ত্রণ জানানো হয়নি। এর সমালোচনা করেছে ইউক্রেন। দেশটি বলছে, এটি এমন কোনো বিষয় নয় যে, যা নিয়ে গর্ব করা যেতে পারে।