বিশ্বজমিন
কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ওআইসি
মানবজমিন ডেস্ক
(২০ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩১ অপরাহ্ন

যুদ্ধবিরতির পর কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ৫৭ ইসলামিক দেশের সংগঠন ওআইসি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তারা। একই সঙ্গে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রশংসা করেছে। ওআইসি এক বিবৃতিতে বলেছে, ভারত-পাকিস্তানের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানে দেশ দুটিকে উৎসাহিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই আমরা। দক্ষিণ এশিয়ার এই দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা এড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী জম্মু ও কাশ্মীর ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা আমরা গুরুত্ব দিয়ে তুলে ধরছি। দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা সংযত থাকার আহ্বান জানাই। আঞ্চলিক অস্থিতিশীলতা এড়ানোর আহ্বান জানাই। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
পাঠকের মতামত
What about Palestine?