খেলা
বাবা হলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৩, শুক্রবার, ২:১৩ অপরাহ্ন

পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। শুক্রবার সকালে পৃথিবীর আলো দেখেছে শান্ত-রত্না দম্পতির প্রথম সন্তান।
গত ১৭ই আগস্ট সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সাবরিনা সুলতানা রত্নার বেবি বাম্পের কিছু ছবি প্রকাশ করেন নাজমুল হোসেন শান্ত। এবার পুত্র ভূমিষ্ঠ হওয়ার সুখবর দিলেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটার। শান্ত ফেসবুকে লিখেন, ‘আজ সকালে আমি পুত্র সন্তান লাভ করেছি। আলহামদুলিল্লাহ। মা এবং সন্তান খুব ভালো আছে। আমার পরিবারের জন্য দোআ করবেন।’
২০২০ সালের ১১ই জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাজমুল হোসেন শান্ত ও সাবরিন সুলতানা রত্না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে পড়াশোনা করা রত্মার সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল শান্তর। গত ১১ই জুলাই নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেন এই যুগল।