অনলাইন
এক মশার আর্তি
শরীফ আস্-সাবের
(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২০ অপরাহ্ন

আমি হনু মশা এক ছোটখাট প্রাণী,
সংসার চলে মোর করে টানাটানি।
ভন ভন সুরে গান করি গলা ছাড়ি,
খাবারের খোঁজে উড়ি এবাড়ি ওবাড়ি।
জন্ম আমার এক এঁদো খন্দকে
আমাকে মন্দ বলে যত নিন্দুকে।
পঁচা বাসি ঘোলা জলে ডুবি আর ভাসি,
আমার বিনাশ চায় এ নগরবাসী।
ঘরের কুটুম্ব আমি, রাতের গভীরে -
বসি চুপিচুপি এসে তোমার শরীরে।
তারপর মিহি হুল দিয়ে খুশী মনে
ছিটেফোটা রক্তের স্বাদ নিই টেনে।
তাতেই বিপত্তি, তুমি কষে চড় মারো,
তবুও পড়ে না রাগ, বাড়ে বুঝি আরো।
কান ঝালাপালা করে করি অনুনয়,
তাতেও হও না তুমি কিছুটা সদয়।
মশার কয়েল জ্বেলে এরোসল ছাড়ো,
চাইনিজ ব্যাট দিয়ে পিছু ধাওয়া করো,
কখনো হারাই জ্ঞান, কখনো পালাই,
আমার কষ্টগুলো কি করে বুঝাই!
আমি নই সন্ত্রাসী, নই আমি খুনী,
করি না তো লুট-পাট, গুম, রাহাজানি।
পলিটিক্স বুঝি না তো, করি নাতো লবি।
তবুও আমায় কেন ঘৃণা করে সবই?
আমিও তো নগরীর বাসিন্দা, আর -
বেঁচে থাকা আমার এক মশকাধিকার।
আমারও তো আছে কিছু সাধ আহ্লাদ,
মশা-নিধনের তাই করি প্রতিবাদ!