ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

ভারত

কে হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি?

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ১০ জুন ২০২২, শুক্রবার, ১০:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪১ অপরাহ্ন

mzamin

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ১৮ই জুলাই। ফল প্রকাশিত হবে ২১শে জুলাই। রাষ্ট্রপতি নির্বাচিত হন বিভিন্ন রাজ্যের বিধায়ক ও সংসদ সদস্যদের ভোটে। প্রতিটি ভোটের মূল্য ধার্য আছে। বিজেপি নিয়ন্ত্রিত এনডিএ ১৩ হাজার ভোট পেলেই কেল্লা ফতে করবে। সেই কারণে তারা ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি এবং বিজু জনতা দলের নবীন পাটনায়েকের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। একা ইউপিএ এই ভোটে কিছু করতে পারবে না বুঝেই সোনিয়া গান্ধী টেলিফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সীতারাম ইয়েচুরিকে। বিরোধী ভোট একাট্টা করতে চান সোনিয়া। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট মূল্য ১০ লাখ ১৯ হাজার ২২০৬।  এনডিএর হাতে আছে ৫ লক্ষ ২৬ হাজার ৪২০।

বিজ্ঞাপন
ইউপিএর হাতে ২ লক্ষ ৫৯ হাজার ৩৯২। তৃণমূল, ওয়াইএসআর কংগ্রেস, বিজু জনতা দল, সমাজবাদী পার্টি এবং বামেদের সম্মিলিত ভোট মূল্য ২ লক্ষ ৯২ হাজার ৮৯৪টি। অর্থাৎ, ওয়াইএসআর কংগ্রেসের সাড়ে ৪৩ হাজার ভোট এবং বিজু জনতা দলের ৩১ হাজার ৭০০ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই বিজেপির নজর সেই দিকে। কিন্তু রাষ্ট্রপতি পদে কে? যেভাবে চার বছর আগে পাটনার রাজভবন থেকে রামনাথ কোবিন্দ কে তুলে এনে তারা চমক দিয়েছিলো, এবারও কি তাই হতে চলেছে? দ্রৌপদী মুর্মু কি ভবিষ্যতের রাষ্ট্রপতি? সময়, একমাত্র সময় এই প্রশ্নের জবাব দেবে।             
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status