ভারত
মধ্যরাতে দিল্লি কেঁপে উঠলো ভূমিকম্পে, রেশ কলকাতাতেও
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ নভেম্বর ২০২৩, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৪ অপরাহ্ন
শুক্রবার মধ্যরাতে কেঁপে উঠলো রাজধানী দিল্লি। রিখটার স্কেলে এই ৬.৪ মাত্রার ভূমিকম্পের প্রভাব কলকাতাতেও দেখা যায়। বিহার এবং উত্তরপ্রদেশও কেঁপেছে এই ভূ-কম্পে। কলকাতায় বেশ কয়েকটি অঞ্চলে খাট দুলে ওঠে। দরজা - জানালা নড়তে থাকে। ভূমিকম্পের উৎসস্থল নেপাল। দেশটিতে ইতিমধ্যে ১২৮ জন মারা গেছেন। ভূগর্ভের ১০ মিটার নিচে এই ভূমিকম্পের এপিসেন্টার বলে জানা গেছে। নেপালের কম্পনের ফলে দিল্লিতে পরপর ভূমিকম্পে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। তারা মনে করছেন, প্রবণতাটি বিপজ্জনক।
বিশ্বকাপে খেলার জন্য বাংলদেশ ক্রিকেট দলটি রাজধানী দিল্লিতে বর্তমানে আছে। ছয় নভেম্বর তাদের শেষ ম্যাচ। দিল্লির অতিরিক্ত দূষণের কারণে তাদের অনুশীলন বাতিল হয় শুক্রবার। তার ওপর মাঝরাতের এই ভূমিকম্প। রাত ১১টা ৩২ মিনিট নাগাদ যখন ভূমিকম্পের এই ঘটনাটি ঘটে বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারই কিছু বুঝতে পারেননি। কয়েকজন অবশ্য খাট দুলতে দেখে বোঝেন যে, ভূমিকম্প হচ্ছে।