ভারত
আরএসএস নেতার সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন নিয়ে মন্তব্যের বিরুদ্ধে যুব কংগ্রেসের মামলা দায়ের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১১ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৩ অপরাহ্ন

কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তনের দাবি নিয়ে ভারতীয় যুব কংগ্রেস (আইওয়াইসি) আইনি সেলের কর্ণাটক শাখা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ব্যাঙ্গালুরুর শেষাদ্রিপুরম থানায় এই অভিযোগ দায়ের করেছেন যুব কংগ্রেসের আইনি সেলের চেয়ারম্যান শ্রীধর ও কয়েক জন আইনজীবী।
সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজতান্ত্র’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দগুলির বিষয়ে পুনর্বিবেচনার দাবি জানানোর জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। যুব কংগ্রেস দাবি করেছে, সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দগুলো অপসারণ গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষতি করবে। ২৬ জুন জরুরি অবস্থা স্মরণে একটি জনসভায় হোসাবলে সংবিধানের প্রস্তাবনা পুনর্বিবেচনা এবং ‘সমাজতান্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দগুলো অপসারণের দাবি জানিয়েছিলেন।
যুব কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবিধানিক মূল্যবোধকে প্রকাশ্যে নষ্ট করার এই ধরনের প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে হবে। একটি স্পষ্ট বার্তা দিতে হবে যে, কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়। অসাংবিধানিক উপায়ে বা সাংবিধানিক নীতি ভেঙে ফেলার যে কোনও প্রকাশ্য সমর্থন আইনের যথাযথ প্রক্রিয়ার মুখোমুখি আনতে হবে।
অভিযোগের সাথে সংযুক্ত একটি চিঠিতে অভিযোগকারী বলেছেন, একটি সংগঠনের একজন উচ্চপদস্থ আদর্শবাদীর রাজনৈতিকভাবে সংবেদনশীল এই মন্তব্যগুলো কেবল আদর্শিক ভাষ্য নয়।
এদিকে, সিপিআই(এম) রাজ্যসভার সাংসদ সন্তোষ কুমার আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে একটি চিঠি লিখে হোসাবলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবিধানের মৌলিক মূল্যবোধ হিসেবে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেয়ার জন্য তাকে অনুরোধ করেন।