ভারত
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার জন্য ভারত বাংলাদেশের পদক্ষেপকে দায়ী করল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার জন্য ভারত স্থলবন্দর ও বিমানবন্দরে পণ্য জটের যুক্তি দিয়েছে। তবে এই সুবিধা বাতিলের পেছনে যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ দায়ী সেকথা স্পষ্ট করেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, আমি মনে করিয়ে দিতে চাই, আমরা ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত পদক্ষেপ করার আগে বাংলাদেশ কী কী সব পদক্ষেপ নিয়েছিল।
রিপোর্টে দাবি, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ার আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছিল, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। গত মার্চে ভারতের সঙ্গে তিনটি স্থলসীমান্ত বন্ধ ও সুতা আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এর আগে জানুয়ারিতে বাংলাদেশ বেনাপোল কাস্টমস হাউসের ওপর নজরদারি কঠোর করার ঘোষণা করেছিল।
তবে রণধীর জয়সোয়াল মনে করিয়ে দেন, ভারতের এই সিদ্ধান্তের কারণে অবশ্য নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্র পড়ছে না। ওই দুই দেশে বাংলাদেশি পণ্য যথারীতি সরবরাহ হবে। ফলে দক্ষিণ এশিয়ায় এর কোনো প্রভাব পড়বে না।
অন্য এক প্রশ্নের উত্তরে জয়সোয়াল মনে করিয়ে দেন, ভারত বারবার বলেছে, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে ভারত আগ্রহী।
পাকিস্তানের পররাষ্ট্রসচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের বৈঠক এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আগামী বাংলাদেশ সফরের বিষয়টি ভারত কী চোখে দেখছে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। এর বাইরে তিনি অন্য কোনো মন্তব্য করেননি।
পাঠকের মতামত
india--oil your own machine.
বাংলাদেশের সামনে দাদাগিরি করতে আসবেন না। আপনার দেশে সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের উপর অত্যাচার বন্ধ করুন।