ভারত
উর্দু বাতিল করার আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভাষা কোনো ধর্ম নয়
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৩ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৬ অপরাহ্ন

মহারাষ্ট্রের সাবেক এক কাউন্সিলরের পৌরসভার নামের বোর্ডে উর্দু ব্যবহার বাতিল করার আর্জি খারিজ করে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভাষা কোনো ধর্ম নয়। এমনকি ধর্মের প্রতিনিধিত্বও করে না। ভাষা একটি সম্প্রদায়ের, একটি অঞ্চলের, মানুষের। কোনও ধর্মের নয়।
সুপ্রিয় কোর্টের মতে, ভাষাই হলো সংস্কৃতি। ভাষা হলো একটি সম্প্রদায় এবং তার জনগণের সভ্যতার অগ্রযাত্রা পরিমাপের মাপকাঠি। উর্দুর ক্ষেত্রেও তাই, যা গঙ্গা-যমুনি তাহজীবের সর্বোত্তম নমুনা, অথবা হিন্দুস্তানি তাহজীব, যা উত্তর ও মধ্য ভারতের সমভূমির সম্মিলিত সাংস্কৃতিক পরিচয়। কিন্তু ভাষা শেখার হাতিয়ার হওয়ার আগে এর আদি এবং প্রাথমিক উদ্দেশ্য সর্বদা ছিল যোগাযোগ । মহারাষ্ট্রের একটি পৌর সভার নামবোর্ডে উর্দু ব্যবহারের বিরুদ্ধে একটি আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, ভাষা কোনো ধর্ম নয় এবং উর্দুকে মুসলমানদের ভাষা হিসেবে বিবেচনা করা বাস্তবতা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য থেকে ‘করুণ বিচ্যুতি’।
বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুরের সাবেক কাউন্সিলর বর্ষতাই সঞ্জয় বাগাড়ে একটি আবেদনের শুনানি করছিলেন। বাগাড়ে পৌর সভার নামবোর্ডে মারাঠির পাশাপাশি উর্দু ব্যবহারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, পৌর পরিষদের কাজ কেবল মারাঠিতেই পরিচালিত হতে পারে এবং সাইনবোর্ডে উর্দুর ব্যবহার নিষিদ্ধ থাকা উচিত। আবেদনকারীর আবেদন পৌরসভা বাতিল করে দেবার পর তিনি বোম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন। সেখানে তা বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
পাঠকের মতামত
ভারতে যেখানে অমানবিকতা,সেখানেই বিজেপির নিষ্ঠুর অনাচার!জার্মানির নাজি পার্টির মত বিজেপিকেও বিশ্ব ঘৃনা করবে।
একটা তুচ্ছ ব্যাপার নিয়ে এরা জেলা কোর্ট আবার বম্বে কোর্ট আবার সুপ্রিম কোর্টে যায় , অবশ্যই টাকার যোগান বি জেপি দেয়