ভারত
পশ্চিমবঙ্গে নবনিযুক্ত বিজেপি সভাপতি মুসলিমদের অচ্ছুত করে রাখতে চান না
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ দিন আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ২:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৬ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের নবনিযুক্ত বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে নির্বাচনে দলের অভিমুখ তৈরির দিকে নজর দিয়েছেন। আর তাই দায়িত্ব নিয়েই প্রথম ভাষণেই তিনি মুসলিমদের অচ্ছুত করে না রাখার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে নই। মুসলিমদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়। আমাদের যুদ্ধ তাদের যে ছেলেটা পাথর ছুড়ছে, সেই পাথরটা সরিয়ে বই ধরিয়ে দেয়ার। আমাদের যুদ্ধ, যে ছেলেটা তলোয়ার হাতে তুলে নিয়ে অশান্তি বাধায়, তার হাত থেকে তলোয়ার সরিয়ে কলম ধরানোর। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন এবং মহররমের তাজিয়া মিছিল একসঙ্গে বেরোবে।
শমীক ভট্টাচার্য আরও বলেছেন, আপনারা যদি মনে করেন বিজেপিকে ভোট দেবেন না, দিতে হবে না। মুসলিমদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে, তার ৯০ শতাংশ মুসলিম। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যে সমাজ তৈরি করেছে, তাতে মারা যাচ্ছে মুসলিম, মারছেও মুসলিম।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি হিন্দুত্বের তাস নিয়ে রাজনৈতিক ময়দানে নামার ফলে মুসলিমরা যে আরও এককাট্টা হয়ে গেছে, সেটা বিজেপি অনুধাবন করে সুর কিছুটা হলেও বদলে নিয়েছে। হিন্দু ভোটও এককাট্টা হয়ে বিজেপির দিকে আসছে না। তাই হিন্দুত্বের পথে এবার ভারসাম্য রাখতে নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে মুসলিমদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। পাশাপাশি শমীক বলেছেন, হিন্দুত্ব একটা বহমানতা। হিন্দু শব্দের মধ্যেই রয়েছে বহুত্ববাদী আদর্শ।
শমীক ভট্টাচার্য বলেছেন যে, সাম্প্রদায়িক বিভাজন কোনও রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে না। মুসলিমদের নিয়ে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। শুভেন্দু সম্প্রতি বিতর্কের সূত্রপাত করে বলেছিলেন, "সবকা সাথ, সবকা বিকাশ” বাংলায় প্রয়োজনীয় ছিল না । কারণ মুসলমানরা সাধারণত বিজেপিকে ভোট দেয় না।
শুভেন্দুর মন্তব্যকে ব্যক্তিগত জানিয়ে শমীক বলেন,শব্দ পছন্দ এবং সুর ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। শরীরের ভাষা এবং শব্দ পছন্দ সম্পূর্ণরূপে বক্তার ব্যক্তিগত।
শমীক বলেন, বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নয় এবং ধর্মীয় উৎসবের সময় শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বিজেপির ভাবমূর্তি পুনঃনির্ধারণের প্রচেষ্টাকেও গুরুত্ব দিয়েছেন তিনি।
পাঠকের মতামত
কয়লার ময়লার কি হবে ওটা কাটবে কি ভাবে।