ভারত
প্রধান উপদেষ্টা
জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া
স্টাফ রিপোর্টার
(১১ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক। এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল-ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া।’
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আজকে আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠানমালা নিয়েছি। সেটা শুধু ভাবাভাবির বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা ১৬ বছর পর এক বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম গণঅভ্যুত্থানের মাধ্যমে।’
তিনি বলেন, ‘যে কারণে অভ্যুত্থান হয়েছিল এবং তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল, সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন। নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ। নতুন বাংলাদেশ বিনির্মাণ।’
ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস আরও বলেন, ‘গত বছরের জুলাইয়ে এ দেশের সকল শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই-এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না। সেই বিশ্বাস নিয়েই আমি আপনাদের আহ্বান জানাই—আসুন, এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে; ঐক্যের মাসে।’
পাঠকের মতামত
আমাদের প্রতিটি অর্জন যথা মুক্তিযুদ্ধ , ৯০ এর গণঅভ্যুথান একশ্রেণীর সুযোগসন্ধানী আমলা মুৎসুদ্দি শ্রেনির হাতে চলে গিয়েছিল এবারের ২৪ এর গনভ্যুথানও ওই শ্রেনির হাতেই চলে যাওয়ার উপক্রম হয়েছে শুধু চেহারার পরিবর্তন - আমরা চাই প্রয়োজনীয় সংস্কার, সব গুম খুনের বিচার তারপর আনুপাতিক হারে নির্বাচন তাহলেই জুলাই অভ্যুথানের সঠিক মূল্যায়ন দেশবাসী ভোগ করতে পারবে ।
Rasto too akhon jonogoner hate ? Tobe koto percent jonogon rasto ke support kore ???
জুলাই '৩৬ "প্রতিবাদ, প্রতিরোধ, ও জনগনের অধিকার আদায়ের মাস, অমর হউক, দীর্ঘজীবী হউক। ইনকিলাব জিন্দাবাদ।
হয়তো এটা ভেবেই মানুষ রাস্তায় নেমেছিল এবং জয়লাভ করেছিল কিন্তু অভ্যুত্থান পরবর্তী দশ এগার মাস যা হয়েছে বা হচ্ছে তা মানুষ ভাবতেও পারেনি এবং এই জন্য দেশ অনেক ভুগবে এটা এখন নিশ্চিত।
Be united for rastra samaskar n punishment of psycho killer hasina n india