ভারত
পেহেলগামে নিহত নৌ বাহিনীর অফিসারের স্ত্রী হিমাংশী সমাজমাধ্যমে ট্রোলের শিকার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৪ দিন আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৩ অপরাহ্ন

পেহেলগামে হত্যাকাণ্ডে একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা যায় একটি মৃতদেহের পাশে হতবাক এক তরুণী বসে রয়েছেন। সেই মৃতদেহটি ছিল নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের। আর পাশে বসে রয়েছেন মাত্র ছয় দিন আগে বিবাহিত স্ত্রী হিমাংশী। এর পর অবশ্য সমস্ত ঝড় সামলে হিমাংশী আবেগময় এক বার্তায় বলেছিলেন, আমি চাই পুরো জাতি তার (বিনয়) জন্য প্রার্থনা করুক। তিনি যেখানেই থাকুন না কেন, তিনি শান্তিতে থাকুন। এটাই একমাত্র জিনিস যা আমি চাই। সেইসঙ্গে তিনি বলেছিলেন, আর একটা জিনিস চাই। কারও প্রতি বিদ্বেষ থাকা উচিত নয়। আমি এটা ঘটতে দেখছি। লোকেরা যাতে মুসলিম বা কাশ্মীরিদের প্রতি ঘৃণা না ছড়ায়। আমরা এটা চাই না। আমরা শান্তি চাই, শুধু শান্তি চাই। এবং ন্যায়বিচার চাই। হিমাংশীর এই আবেদনের পর থেকে নেটিজেনরা তাকে ট্রোল করতে থাকেন। হিন্দুত্ববাদী এই সব নেটিজেনরা হিমাংশীকে নিয়ে কটাক্ষ করতে গিয়ে তার অতীত ঘেঁটে জেএনইউ-যোগ খুঁজে বের করেন। তাঁর পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি আক্রমণ করেন তাকে।
তবে নেটিজেনদের এই আচরণের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। শিবসেনা ইউবিটির সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী থেকে শুরু করে প্রাক্তন সেনা কর্তা টাইনি ঢিল্লঁ হিমাংশীর পাশে দাঁড়িয়েছেন। এবার জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে নেটিজেনদের এই আচরণকে 'নিন্দনীয়, দুর্ভাগ্যজনক' বলে আখ্যা দিয়েছে। হিমাংশীর অনলাইন ট্রোলিংয়ের বিষয়টি তাদের নজরে এসেছে বলে জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। এই নিয়ে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মৃত্যুর পর তার স্ত্রী একটি মন্তব্য করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে হিমাংশী নারওয়ালকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় নিশানা করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক।
পাঠকের মতামত
হিমাংশী বোধকরি তাঁর পরিবার থেকে মানবতার শিক্ষা পেয়েছেন। সন্ত্রাসী হামলায় তাঁর স্বামীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শহীদ বিনয় নারওয়ালের আত্মার শান্তি কামনা করছি।
Whatever, Its India!