ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

রাহুল গান্ধির বিরুদ্ধে বৃটিশ নাগরিকত্বের মামলা খারিজ করল আদালত

মানবজমিন ডিজিটাল

(৩ দিন আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ১১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। কর্নাটকের বিজেপি নেতা এস বিগ্নেশ শিশির কংগ্রেস নেতার বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন। তার দাবি ছিল, ভারতের পাশাপাশি রাহুল কিছু নথিপত্রে নিজেকে বৃটিশ নাগরিক বলে উল্লেখ করেছেন। 

ওই বিজেপি নেতা আদালতে দাবি করেছেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি বৃটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তারা দিয়েছেন। তবে সব তথ্য গোপনীয়তার খাতিরে দেয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত, এ বিষয়ে হস্তক্ষেপ করা। কারণ নিয়ম অনুযায়ী, কোনও ভারতীয়ের দ্বৈত নাগরিকত্ব আইনত অপরাধ। ফলে সংবিধানের ধারা ৮৪(ক) অনুযায়ী রাহুলের নির্বাচনে লড়ার কোনও অধিকার নেই। লোকসভার বিরোধী দলনেতা হওয়ার অধিকারও থাকবে না। 

এলাহাবাদ হাইকোর্টে শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করে বৃটিশ সরকারকে চিঠি দেয়া হয়েছে। জবাব দেয়ার জন্য কেন্দ্রকে ৫ মে পর্যন্ত সময় দেয় এলাহাবাদ হাইকোর্ট। তবে সেই সময়ের মধ্যে কেন্দ্র জবাব দিতে পারেনি। আদালত আগেই জানিয়েছিল, মন্ত্রকের দেয়া প্রথম রিপোর্ট সন্তোষজনক নয়। এই রিপোর্টে রাহুল গান্ধী   ভারতীয় নাগরিক কি না বা তার অন্য কোনও দেশের নাগরিকত্ব আছে কি না তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। সেই কারণে আদালত ১০ দিনের মধ্যে একটি পরিমার্জিত ও স্পষ্ট রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। 

বিচারপতি এআর মাসুদি এবং বিচারপতি অজয়কুমার শ্রীবাস্তবের বেঞ্চের নির্দেশ ছিল, রাহুলের নাগরিকত্ব প্রসঙ্গে ওই দিনই কেন্দ্রকে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে আদালতে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের সংশোধিত রিপোর্টেও রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনও চূড়ান্ত ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই বিজেপি নেতা ভিগ্নেশ শিশিরের আবেদন খারিজ করে দিল আদালত। 

দুই বিচারপতির বেঞ্চের যুক্তি- মামলাকারীর আবেদনটির নিষ্পত্তির জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারছে না কেন্দ্র। ফলে ওই আবেদন বিচারাধীন রাখার কোনও অর্থ হয় না। রাহুলের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রথম তুলেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। সে সময় সুব্রহ্মণ্যম রাহুলের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগ জানিয়েছিলেন। তার দাবি ছিল, বৃটেনের প্রশাসনের কাছে জমা দেয়া কিছু নথিপত্রে রাহুল নিজেকে বৃটিশ নাগরিক বলে উল্লেখ করেছেন। ভারতের আইন দ্বৈত নাগরিকত্ব রাখার অনুমতি দেয় না। সে কথা উল্লেখ করে রাহুলের পাসপোর্ট বাতিলেরও দাবি জানিয়েছিলেন সুব্রহ্মণ্যম। 

পরে এই নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন বিগ্নেশ শিশির নামে এক বিজেপি কর্মী। সেখানেই রাহুলের নাগরিকত্ব সংক্রান্ত মামলাটি এত দিন বিচারাধীন ছিল। অবশেষে তা খারিজ হয়ে গেলো।

সূত্র : এনডিটিভি

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status