ভারত
উত্তর ভারতে একাধিক বিমানবন্দর বন্ধ, বহু উড়ান বাতিল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ দিন আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৪:১৮ অপরাহ্ন
ভারতের পাকিস্তানে হামলার পরবর্তী সতর্কতা হিসেবে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বহু বিমানের ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেয়া হচ্ছে। এই মর্মে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলি।
এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডলে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরে যে বিমানগুলো নামার কথা ছিল সেগুলিও আপাতত বাতিল থাকছে। অমৃতসরগামী দু’টি আন্তর্জাতিক বিমান দিল্লিতে অবতরণ করানো হবে। যাত্রীদের সমস্যার জন্য আমরা দুঃখিত।
স্পাইসজেট জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর-সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে ওই বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা প্রভাবিত হতে পারে। এই পরিস্থিতি মাথায় রেখে সকলকে যাত্রার পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।
ইন্ডিগোর পোস্টে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা থেকে আমাদের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলিতে আমাদের কোনও বিমান নামবেও না। পরে জোধপুর এবং বিকানেরের বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো।
পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতে পাকিস্তানের সন্ত্রাসীঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে। ভারতের এই হামলাকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছে পাকিস্তান। যোগ্য জবাব দেয়ার কথাও জানিয়েছে।