ভারত
পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দিল মোদী সরকার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৬ দিন আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ৭:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০১ অপরাহ্ন

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের ডিজিটাল প্রচারণা মোকাবিলায় ভারত নানা ব্যবস্থা নিয়ে চলেছে। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দিয়েছে মোদী সরকার। ভারতে কেউ ওই চ্যানেল খুললে দেখাতে পাওয়া যাচ্ছে একটি নোটিশ, যাতে লেখা রয়েছে, “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এখানকার বিষয়বস্তু বর্তমানে ভারতে দেখতে পাওয়া যাবে না।” কয়েক দিন আগেই ভারতের বিরুদ্ধে খবর প্রচারের অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করে ভারত সরকার। এ বার নিষিদ্ধ করা হল পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল। শেহবাজের ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করার কোনও কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয় নি। তবে গত সোমবার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ হওয়ার পর সরকারের একটি সূত্র মারফত বলা হয়েছিল, ওই চ্যানেলগুলিতে পেহেলগাম কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল। ১৬টি চ্যানেলের তালিকায় ছিল পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। তা ছাড়া কোপ পড়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলের উপরও।
সম্প্রতি একটি প্রতিবেদনে বিবিসি পেহেলগামে পর্যটকদের উপর হামলার প্রসঙ্গে ‘সন্ত্রাসবাদী’ শব্দটি না লিখে ‘জঙ্গি’ হামলা বলে উল্লেখ করায় বিষয়টি নিয়ে ভারত সরকারের আপত্তির কথা জানিয়ে চিঠি দেওয়া হয় বিবিসি-র ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে।
এছাড়া পাকিস্তানের চার বর্তমান ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা হলেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। দুইদিন আগে পাকিস্তানের সোনাজয়ী জ্যাভলিন খেলোয়াড় আর্শাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে।