ভারত
ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির মধ্যে জম্মুর কুপওয়ারায় সম্পূর্ণ ব্ল্যাকআউট, বেজে উঠলো সাইরেন
মানবজমিন ডিজিটাল
(১৯ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন
বুধবার রাতে উত্তর ও পশ্চিম ভারতের ১৫টি শহরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানি সেনাবাহিনীর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। লাহোরে পাকিস্তানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভূজকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এরপর বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বাজছে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে এলাকায়। সূত্রের খবর, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে।
নিরাপত্তা সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে বলে খবর। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দু’টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে। সীমান্ত এলাকা থেকে সরে যাচ্ছে ভারত-শাসিত কাশ্মীরের অনেক বাসিন্দা। সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পঠানকোটের বায়ুসেনার ঘাঁটিতে সাইরেন বাজছে। শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ভারত ও পাকিস্তানকে সংঘাত থামিয়ে দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র : এনডিটিভি