বিশ্বজমিন
রাহুল গান্ধীকে লাদেনের সঙ্গে তুলনা
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৫ অপরাহ্ন

আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তুলনা করেছেন বিহার বিজেপির প্রধান সম্রাট চৌধুরী। বিহারের আরারিয়া জেলায় এক র্যালিতে বক্তব্যকালে তিনি বলেন, ওসামা বিন লাদেনের মতোই দাড়ি বড় করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো হবেন বলেও তিনি মনে করছেন। শুধু দাড়ি বড় করেই কেউ একজন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। তার এমন মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
কংগ্রেসের সাবেক প্রধান রাহুল গান্ধী সম্প্রতি ভারত জোড়ো যাত্রায় অংশ নেন। সেখানে তাকে দাড়িসহ দেখা যায়। পরে তা আবার তিনি ছেঁটে ফেলেন পদযাত্রা শেষ করে। এর কয়েক মাস পরে তাকে নিয়ে ওই মন্তব্য করলেন সম্রাট চৌধুরী। তিনি শুধু রাহুলকে নিয়ে বিরূপ মন্তব্য করেই ক্ষান্ত হননি। একই সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়েও সমালোচনা করেছেন। বলেছেন, নীতিশ কুমার সারাদেশে যাচ্ছেন। সবাইকে বলে বেড়াচ্ছেন তিনি দেশের প্রধানমন্ত্রী। নীতিশ কুমার কি প্রধানমন্ত্রী? প্রশ্ন রাখেন সম্রাট। তিনি বলে যেতে থাকেন, তিনি কি মানসিক ভারসাম্য হারিয়েছেন নাকি আমি, আমাকে বলুন আপনারা। বিজেপির এই নেতা একজন প্রধানমন্ত্রী প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিরোধীদের অক্ষমতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। বলেন, ‘গজনি’ ছবিতে আমির খানের চরিত্রের সঙ্গে মিলে যায় নীতিশ কুমারের মানসিক অবস্থা।
ওদিকে এ মাসের শেষের দিকে জেডি(ইউ) প্রেসিডেন্ট নীতিশ কুমারের আয়োজনে বিরোধী দলগুলোর একটি মিটিং আয়োজন করা হয়েছে পাটনায়। সেখানে আসন্ন লোকসভা নির্বাচনের কৌশল নির্ধারণ করার কথা। কংগ্রেস, আরজেডি এবং বামপন্থি দলগুলোর সমন্বয়ে গড়ে উঠা ‘মহাগাথবন্ধন’-এ যোগ দেন নীতিশ কুমার। তার আগে গত বছর তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ২০২২ সালের নভেম্বরে সম্রাট চৌধুরীর মতো একই মন্তব্য করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা। তিনি বলেছিলেন, তাকে (রাহুল গান্ধী) কেমন দেখায় তা নিয়ে আমি কিছু বলি না। আমি শুধু বলবো সময়ের সঙ্গে সঙ্গে আপনার মুখ দেখতে সাদ্দাম হোসেনের (ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট) মতো হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি দাড়ি শেভ করেন, তাহলে আপনাকে নেহরুর মতো দেখাবে।
এরই মধ্যে সম্রাট চৌধুরী বলেন, বিহারে বিজেপি সরকার গঠন করলে যারা গরু জবাইয়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।