ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

দ্য ল্যানচেটের গবেষণা

ভারতে ডায়াবেটিসে আক্রান্ত ১০ কোটি ১০ লাখ মানুষ

মানবজমিন ডেস্ক

(১০ মাস আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ৬:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৯ অপরাহ্ন

mzamin

ভারতের মোট জনসংখ্যার শতকরা ১১.৪ ভাগই ডায়াবেটিসে আক্রান্ত। তাদের সংখ্যা প্রায় ১০ কোটি ১০ লাখ। বৃটেনের মেডিকেল বিষয়ক জার্নাল ল্যানচেট-এর নতুন এক গবেষণায় বলা হয়েছে এসব মানুষ ডায়াবেটিস নিয়ে বসবাস করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এক জরিপে দেখা গেছে দেশটির শতকরা ১৫.৩ ভাগ মানুষ ‘প্রি-ডায়াবেটিস’ অবস্থায় বসবাস করছেন। তাদের মোট সংখ্যা ১৩ কোটি ৬০ লাখ। ডায়াবেটিস-২  দেখা যায় সবচেয়ে বেশি আক্রান্তের মধ্যে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 
ডায়াবেটিসে ওইসব মানুষ বেশি আক্রান্ত হন, যাদের দেহে উচ্চ মাত্রায় চিনি বা শর্করা আছে। কারণ, এসব মানুষের দেহে চিনি বা শর্করা পর্যাপ্ত পরিমাণে থাকার ফলে যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না অথবা যথাযথভাবে সাড়া দিতে পারে না দেহ। ইনসুলিন হলো একটি হরমোন। 

এই রোগ নিয়ে দ্য ল্যানচেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি’তে প্রকাশিত সর্বশেষ গবেষণাকে বিবেচনা করা হয় প্রথমবার সবচেয়ে ব্যাপকভিত্তিক গবেষণা হিসেবে। গবেষকরা দেখেছেন, আগে যে পরিমাণ অনুমান করা হয়েছিল তার চেয়ে ভারতে অনেক বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।

বিজ্ঞাপন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ডায়াবেটিসে ভুগছেন ৭ কোটি ৭০ লাখ মানুষ। এ ছাড়া প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ ‘প্রি-ডায়াবেটিসে’ আক্রান্ত। তাদের মধ্যে নিকট ভবিষ্যতে ডায়াবেটিসে পুরোপুরি আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এই গবেষণার প্রধান লেখক ও ড. মোহনস ডায়াবেটিস স্পেশালিটিজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ড. আরএম অঞ্জনা বলেছেন, এটি একটি ‘টিকিং’ টাইম বোমা যেন। যদি আপনার প্রি-ডায়াবেটিস থাকে, তাহলে তা ডায়াবেটিসে পরিণত হওয়ার ঝুঁকি অনেক বেশি এবং দ্রুততর। যাদের প্রি-ডায়াবেটিস আছে, তার মধ্যে শতকরা কমপক্ষে ৬০ ভাগ মানুষ পুরোপুরি ডায়াবেটিসে আক্রান্ত হবেন আগামী ৫ বছরের মধ্যে। 

এক দশকব্যাপী এই গবেষণা চালিয়েছে ভারতীয় কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর)-এর সঙ্গে মাদ্রাজ ডায়াবেটিস রিসার্স ফাউন্ডেশন। ভারতে প্রতিটি রাজ্য থেকে ২০ বছরের বেশি বয়সী এক লাখ ১৩ হাজার মানুষ এই গবেষণায় অংশ নিয়েছেন। সবচেয়ে বেশি ডায়াবেটিস দেখা গেছে গোয়ায় (২৬.৪ শতাংশ), পুডুচেরি (২৬.৩ শতাংশ) এবং কেরালায় (শতকরা ২৫.৫ শতাংশ)। 
এক সময় ডায়াবেটিসে আক্রান্তের হার কম ছিল উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং অরুণাচল প্রদেশে। কিন্তু এই গবেষণা বলছে এসব রাজ্যে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। গবেষণায় আরও বলা হয়েছে, গ্রাম এলাকার চেয়ে শহর এলাকায় ডায়াবেটিসে আক্রান্তের ঘটনা বেশি। বোম্বে হাসপাতালের ডায়াবেটিস কনসালট্যান্ট রাহুল বক্সি বলেন, জীবনধারা পরিবর্তন করে, জীবনের মান উন্নত করে, শহর থেকে শহরে স্থানান্তর, অনিয়মিত কর্মঘণ্টা, বসে থাকার অভ্যাস, হতাশা, দূষণ, খাদ্যভ্যাস পরিবর্তন এবং সহজেই হাতের কাছে ফাস্টফুড পাওয়া ভারতে ডায়াবেটিস বাড়ার কতিপয় কারণ। তিনি বলেছেন, কয়েক বছরে প্রচুর যুবক বা বয়সে কম রোগির মধ্যে ডায়াবেটিস দেখতে পেয়েছেন। তার ভাষায়, আমার রোগিদের মধ্যে কিছু শিশু আছে। তারা বাড়িতে তাদের গ্লুকোজ লেভেল পরীক্ষা করেছে। কারণ, তাদের পিতামাতা পরীক্ষা করেছে। তারাও পরীক্ষা করে গ্লুকোজ লেভেল অনেক বেশি দেখতে পেয়েছে। বিশ্বজুড়ে এখন প্রতি ১১ জন প্রাপ্ত বয়স্কের মধ্যে প্রায় একজন ডায়াবেটিসে আক্রান্ত। এর ফলে হার্টঅ্যাটাক, স্ট্রোক, অন্ধত্ব, কিডনি ফেইল এবং বিভিন্ন অঙ্গহানি বৃদ্ধি পেয়েছে।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status