বিশ্বজমিন
ট্রাম্পের শাওয়ার রুমে পারমাণবিক গোপন নথি
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের পারমাণবিক গোপনীয় বিষয় ও সামরিক পরিকল্পনার ফাইল সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শাওয়ার বা গোসলখানায়। সরকারের এমন অত্যন্ত গোপনীয় শত শত ফাইল সেখানে রাখা। ফলে স্পর্শকাতর এমন ফাইল ভুল হাতে যাওয়ার যথেষ্ট আশংকা আছে। তার ফ্লোরিডার এস্টেটে এসব ফাইক রাখার কারণে তার বিরুদ্ধে ৩৭ দফা অভিযোগ তোলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে তিনি এসব ডকুমেন্ট রেখেছেন বলরুমে এবং শাওয়ার রুমে। এ নিয়ে তদন্তকারীদের কাছে মিথ্যে বলেছেন ট্রাম্প। অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়া ট্রাম্প। অভিযোগ আনা হয়েছে তার সহযোগী ওয়াল্ট নউটার বিরুদ্ধে-ও। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এফবিআইয়ের কাছ থেকে আড়াল করেছেন এই ফাইলগুলো। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন করা হল। বলা হয়েছে ট্রাম্প বাক্সের ভিতর জমা করে রেখেছেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির ফাইল, যুক্তরাষ্ট্র ও অন্য দেশের প্রতিরক্ষা ও অস্ত্র বিষয়ক সক্ষমতার ফাইল, সামরিক হামলায় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ঝুঁকি বিষয়ক ফাইল এবং আক্রান্ত হলে সম্ভাব্য জবাব বিষয়ক ফাইল।