বিশ্বজমিন
সুনাক-বাইডেন বৈঠক
মানবজমিন ডেস্ক
১০ জুন ২০২৩, শনিবার
হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এটিই হোয়াইট হাউসে তার প্রথম বৈঠক। যদিও এর আগে আরও তিনবার বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এবারের বৈঠকের পর আটলান্টিক ঘোষণাপত্র জারি করা হয়েছে। তাতে দুই দেশ নিজেদের মধ্যে বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, বাইডেন ও সুনাক আর্থিক সহযোগিতা, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, উত্তর আয়ারল্যান্ড এবং নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। বাইডেন জানিয়েছেন, তারা ইউক্রেনকে নিঃশর্ত সমর্থন জানিয়ে যাওয়া নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও বৃটেনসহ ৫০টিরও বেশি দেশ ইউক্রেনকে সামরিক সাহায্য করছে। বৈঠকের পর দুই নেতা সাংবাদিক সম্মেলনও করেছেন।
সেখানেই বাইডেন ও সুনাক আটলান্টিক ঘোষণাপত্রের কথা বলেছেন। এর আসল উদ্দেশ্য বিশ্বে চীনের প্রভাব কমানো। দুই দেশ প্রতিরক্ষা ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। ঘোষণাপত্রে বলা হয়েছে, রাশিয়া ও চীনের মতো দেশের জন্য আন্তর্জাতিক স্থায়িত্ব বিপদের মুখে পড়েছে। ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বৃটেন একে-অন্যের দেশে বিনিয়োগ করবে। সুনাক জানিয়েছেন, দুই দেশের মধ্যে আর্থিক সম্পর্ক এত শক্তিশালী আগে কখনো ছিল না। এছাড়া সুনাক মার্কিন শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেন। তিনি জানিয়েছেন, মার্কিন শিল্পপতিরা বৃটেনে ১৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবেন।