বিশ্বজমিন
তালেবান নেতার জানাজায় বিস্ফোরণ, নিহত ১৫
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৯ জুন ২০২৩, শুক্রবার, ৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৪ অপরাহ্ন

আফগানিস্তানের বাদাক্সান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। প্রদেশটির সাবেক ডেপুটি গভর্নর ও তালেবান নেতা নিসার আহমেদ আহমাদির জানাজায় ওই হামলাটি হয়েছে। এ সপ্তাহের প্রথম দিকে তিনি এক হামলায় নিহত হয়েছিলেন। কিন্তু তার জানাজা অনুষ্ঠানকেও ছাড় দিলো না সন্ত্রাসীরা। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, তার জানাজায় উপস্থিত ছিলেন অন্য তালেবান নেতারাও। নিহতদের মধ্যে তালেবানের এক সাবেক কর্মকর্তাও আছেন। বৃহস্পতিবার নবাবি মসজিদের কাছেই জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। বাদাক্সানের জনসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের প্রধান মাজুদ্দিন আহমাদি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এই বিস্ফোরণকে ঘিরে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গেছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এই হামলার কড়া নিন্দা করেছেন। মসজিদে হামলার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিস্ফোরক টুইট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, এটা সন্ত্রাসবাদের ঘটনা। এটা মানবজাতি তথা ইসলামের উপর আক্রমণ। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।
এর আগে ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদিকে মঙ্গলবার বোমা মেরে হত্যা করা হয়। এতে তার গাড়ি চালকও নিহত হন। এবার তার জানাজার নামাজেও হামলা হলো।