বিশ্বজমিন
এবার গোপনীয় নথি মামলায় অভিযুক্ত হলেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৯ জুন ২০২৩, শুক্রবার, ৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৪ অপরাহ্ন

এবার গোপনীয় নথি মামলায় অভিযুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষেও তিনি তার কাছে গোপনীয় নথি রাখায় অভিযোগ গঠন করা হয়েছে। এ ধরণের অভিযোগ এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয়নি। ফলে পর্ন তারকাকে অর্থ প্রদান মামলার পর আবারও নতুন এক নজির স্থাপন করলেন ট্রাম্প।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমার ফ্লোরিডা এস্টেটে গোপনীয় নথি রাখার দায়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে। আমার অ্যাটর্নিকে ‘দুর্নীতিগ্রস্ত বাইডেন সরকার’ জানিয়েছে, আমি অভিযুক্ত। নথিভর্তি বাক্স নিয়ে ধাপ্পাবাজির পরিণতি এটা। তবে এখনও ওই অভিযোগের বিষয়টি এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
বিবিসি জানিয়েছে, এই অভিযোগ প্রমানিত হলে ট্রাম্পের ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এ নিয়ে দ্বিতীয় বারের মতো অভিযুক্ত হলেন তিনি। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেয়ার পর টানা আইনি লড়াইয়ের মধ্যে রয়েছেন ট্রাম্প। তার দাবি, নির্বাচনে যাতে তিনি লড়তে না পারেন সে জন্যেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ট্রাম্প বলেছেন, আমাকে মঙ্গলবার মিয়ামির আদালতে ডাকা হয়েছিল। আমি জানিয়েছি, আমি নির্দোষ।
তবে মার্কিন বিচারবিভাগ এই বিষয়ে মুখ খোলেনি। মিডিয়া রিপোর্ট বলছে, সাতটি কারণে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। তার মধ্যে হোয়াইট হাউস ছাড়ার পরেও গোপনীয় নথি ব্যবহার যেমন আছে, তেমনই তদন্তে বাধা দেয়ার বিষয়টিও আছে। এছাড়া তথ্য গোপন করা, মিথ্যা বিবৃতি দেয়া নিয়েও অভিযুক্ত করা হয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে।
তবে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, একাধিক মামলায় অভিযুক্ত হলেও প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা চালিয়ে যেতে পারবেন ট্রাম্প। তিনি বলেন, আমি কখনও ভাবতে পারিনি একজন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে এমনটা হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার দিন। আমরা দেশ হিসেবে ভয়াবহ পতনের মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমরা চাইলে একসঙ্গে আবারও যুক্তরাষ্ট্রকে মহান করতে পারি।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ল সেন্টারের অধ্যাপক ডেভিড সুপার বিবিসি-কে জানিয়েছেন, ট্রাম্প বহুবার অভিযুক্ত হতে পারেন। তার জন্য তার প্রেসিডেন্ট নির্বাচনে লড়া আটকাবে না। যদি দোষী প্রমাণিত হন, তাও তিনি লড়তে পারবেন। তবে দোষী প্রমাণিত হলে হয়ত তিনি খুব বেশি ভোট পাবেন না।
উল্লেখ্য, গতবছর ট্রাম্পের ফ্লোরিডা রিসোর্ট থেকে ১১ হাজার নথি বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে একশ নথিতে গোপনীয় লেখা ছিল। গতসপ্তাহে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, তদন্তকারীরা ট্রাম্পের অডিও রেকর্ডিং পেয়েছেন, যেখানে সাবেক প্রেসিডেন্ট স্বীকার করেছেন, তিনি হোয়াইট হাউস ছাড়ার পরেও গোপনীয় নথি নিজের কাছে রেখেছিলেন। তবে শুধু ট্রাম্পই নন, বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সাবেক কার্যালয় থেকেও তার ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের নথি উদ্ধার করা হয়েছে।