বিশ্বজমিন
জাতিসংঘের বিশেষ দূতকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করলো সুদান
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৯ জুন ২০২৩, শুক্রবার, ৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১১ অপরাহ্ন

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ভলকার পার্থেসকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘নিষিদ্ধ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সুদান। বৃহস্পতিবার সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এছাড়া জাতিসংঘকেও আলাদা করে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে জানানো হয়, সুদানে নিষিদ্ধ হওয়ার বিষয়টি পার্থেস জানতে পারেন ইথিওপিয়ায় থাকার সময়। তাকে এভাবে পারসোনা নন গ্রাটা ঘোষণা করায় হতাশা জানিয়েছে জাতিসংঘ। পার্থেস জাতিসংঘের দূত হিসেবে কাজ করার আগে একজন শিক্ষাবিদ ছিলেন। ২০২২ সাল থেকে সুদানে জাতিসংঘের মিশনের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
এদিকে এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই রাজধানী খার্তুম ও দারফুরের পশ্চিমাঞ্চলকে ধ্বংস করেছে। খার্তুমের কোনো জেলায় পানি নেই এবং প্রতি সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ পাওয়া যায়। যুদ্ধপ্রবণ অঞ্চলের তিন-চতুর্থাংশ হাসপাতাল কার্যত বন্ধ রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) অনুমান অনুসারে, সুদানের ১৪ লাখের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এবং আরও ৪ লাখ ৪৭ হাজার ৮০০ জন প্রতিবেশী দেশগুলোয় পালিয়ে গেছে। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ পর্যন্ত কমপক্ষে ৭৮০ বেসামরিক লোকের মৃত্যু রেকর্ড করেছে। পশ্চিম দারফুরের এল-জেনিনা শহরে আরও শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।