ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

যুবতী সহকর্মীর সঙ্গে বিবাহবহিভূত সম্পর্ক, অতঃপর...

মানবজমিন ডেস্ক

(৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১:৩৭ অপরাহ্ন

mzamin

যুবতী সহকর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত গোপন সম্পর্ক থাকার অভিযোগে বৃটিশ নৌবাহিনীর প্রধান এডমিরাল স্যার বেন কি’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন সন্তানের পিতা স্যার বেন এই অনুচিত সম্পর্কের বিষয়ে তদন্তের মুখোমুখি। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। তদন্ত চলাকালে তাকে সব রকম দায়িত্ব থেকে সরে থাকতে বলা হয়েছে। তবে এ সপ্তাহের শুরুর দিকে নৌবাহিনী বলেছে, ৫৯ বছর বয়সী স্যার বেন ব্যক্তিগত কারণে পদ থেকে সরে গেছেন। কিন্তু শুক্রবার রাতে খবর প্রকাশ হয় যে, বৃটিশ নৌবাহিনীর ৫০০ বছরের ইতিহাসে প্রথমবার এর প্রধান অসদাচরণের কারণে তদন্তের মুখে পড়েছেন। 

ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, এডমিরাল বেনকে একজন যুবতী কর্মকর্তার সঙ্গে সম্পর্কের অভিযোগ তদন্তাধীন থাকায় তাকে পদত্যাগ করা থেকে বাধা দেয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কমরেডদের মধ্যে এবং নিম্নতম পদে দায়িত্ব পালনকারীদের মধ্যে যৌন সম্পর্ক নিষিদ্ধ থাকার কঠোর বিধিবিধান ভঙ্গ করেছেন স্যার বেন। তবে তাদের ওই সম্পর্ক ফৌজদারি কোনো অপরাধ কিনা অথবা উভয়ের সম্মতিতে এ সম্পর্ক হয়েছে কিনা তা জানা যায়নি। এর আগে স্যার বেন বলেছিলেন তিনি এই গ্রীষ্মে পদত্যাগ করতে পারেন। তবে মঙ্গলবার নিশ্চিত করা হয় যে, তিনি এরই মধ্যে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা এ প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটা ছিল ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চলে গেছেন। 

ওদিকে স্যার বেনের আয়োজনে আগামী সপ্তাহে নৌবাহিনীর একটি বড় কনফারেন্স হওয়ার কথা ছিল। তা বাতিল করা হয়েছে। বৃটিশ নৌবাহিনীর ভিতরের এই খবর এমন এক জটিল সময়ে এলো যখন সারাবিশ্বে পরিস্থিতি ঘোলাটে। রাশিয়ার আগ্রাসনের মুখোমুখি রয়েছে ইউরোপ। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অর্থাৎ অর্থ কমিয়ে দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে নৌবাহিনীর স্থলভিত্তিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এডমিরাল স্যার বেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যৌন অসদাচরণের শিকড় উপড়ে ফেলবেন। ২০২২ সালে তিনি বলেন, যারা সার্ভিসের মূল্যবোধ ও মান অনুসরণ করার ইচ্ছা প্রকাশ না করে তাদেরকে বৃটেনের সশস্ত্র বাহিনী থেকে সরিয়ে দেয়া হবে। এক বছর আগে তিনি বলেন, অগ্রহণযোগ্য আচরণের ক্ষেত্রে রয়েল নৌবাহিনী শূন্য সহনশীলতা দেখাবে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status