বিশ্বজমিন
মোদিকে ট্রাম্পের ফোন করা উচিত: মাইকেল কুগেলম্যান
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২০ অপরাহ্ন

উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোর রুবিও। তাতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তিনি। এতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন রুবিও। এরপরই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফোন করা। কুগেলম্যান এক্সে লিখেছেন, আমি নিশ্চিত নই যে- ট্রাম্প ফোনকল করতে খুব আগ্রহ দেখাবেন কিনা। অথবা মোদি উত্তেজনা কমানোর বিষয়ে সাড়া দেবেন কিনা। কিন্তু ট্রাম্পের আসলেই একটা ফোনকল করা উচিত।
পাঠকের মতামত
ইন্ডিয়াতে পারমানবিক বোমা ফেলা উচিত পাকিস্তানকে ভারত মনে করে বাংলাদেশ বাংলাদেশের অস্ত্র শক্তি ও তো নাই
জরুরী ভিত্তিতে ওয়াইস সম্মেলন ডাকা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোর রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলতে পারলেন, অথচ আগ বাড়িয়ে এটাক করা ভারতের সেনাপ্রধানের সাথে কথা বললেন না। তাঁর মানে ভারত তোমাদেরকে হত্যা করুক, সেটা কিছু না, কিন্তু তোমরা শান্ত থাক, তোমরা কিছু করো না। এই হচ্ছে যুক্তরাষ্ট্রের মুসলিম বিদ্বেষী বৈষম্য ।