ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ভারতের বাধা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ অনুমোদন আইএমএফের

মানবজমিন ডেস্ক

(৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১:২৫ অপরাহ্ন

mzamin

ঋণ কর্মসূচিকে বিঘ্নিত করার ভারতীয় চেষ্টা সত্ত্বেও আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ শুক্রবার পাকিস্তানকে ২৪০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। এই ঋণ অনুমোদন করার এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে ভোট দেয়া থেকে বিরত থাকে ভারত। দেশটির তরফে বলা হয়, এই অর্থের অপব্যবহার করে পাকিস্তান। তবে এর ঘোর বিরোধিতা করে এসেছে ইসলামাবাদ। তারা বলেছে, ভারতের এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, আন্তর্জাতিক এই অর্থায়নে পাকিস্তানের উপযুক্ততা নিয়ে আইএমএফে উদ্বেগ জানাতে নিজেদের প্রতিনিধিকে নির্দেশনা দিয়েছে ভারত। তিনি একই সঙ্গে বিশ্ব ব্যাংক ও ফিনান্সিয়াল একশন টাস্ক ফোর্সসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে পাকিস্তানের অবস্থা পুনর্মূল্যায়নের আহ্বান জানান। তা সত্ত্বেও আইএমএফ পাকিস্তানকে ২১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। দুই দফায় দেয়া হবে এই অর্থ। প্রথমে ১০০ কোটি দেয়া হবে চলমান এক্সটেন্ডেড ফান্ট ফ্যাসিলিটি (ইইএফ) এবং ১৪০ কোটি ডলার দেয়া হবে রিসাইলেন্স অ্যান্ড সাসটেইন্যাবলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)কে। এর উদ্দেশ্য জলবায়ু সম্পর্কিত উদ্যোগে সহযোগিতা করা। ২৮ মাসে এই অর্থ ছাড় দেয়া হবে। 
 

পাঠকের মতামত

এমন পরোপকারী দাদা প্রতিবেশী হলে চিন্তার কিছু থাকে না। যে ভিক্ষার থালা ফুটে করে দিতে চায়। এবার পারেনি তবে আগামীতে চেষ্টা অব্যহত থাকবে। এটায় না হয় সেটায়।

সাঈদ সিকদার
১০ মে ২০২৫, শনিবার, ৩:৫১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status