বিশ্বজমিন
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত নেই: খাজা আসিফ
মানবজমিন ডেস্ক
(৩ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৪:০২ অপরাহ্ন

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারতের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার বর্তমান পরিস্থিতিতে বিবেচনায় নেই। তবে পরিস্থিতি যদি গুরুতর আকার ধারণ করে, তাহলে ‘পর্যবেক্ষকরাও’ এর ধ্বংসাত্মক প্রভাব থেকে রেহাই পাবে না বলে সতর্ক করেন তিনি। জিও নিউজ-এ দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমি বিশ্বকে বলতে চাই যে, এ ধ্বংসযজ্ঞ কেবল আমাদের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর ব্যাপ্তি অনেক বিস্তৃত হতে পারে। তিনি আরও বলেন, ভারত যে পরিস্থিতির সৃষ্টি করছে, তাতে আমাদের বিকল্পগুলো ক্রমেই সীমিত হয়ে আসছে।
বিশ্লেষকদের মতে, খাজা আসিফের এই বক্তব্য পাকিস্তান-ভারত সম্পর্কের বর্তমান উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা। তিনি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন যে, দ্বিপাক্ষিক সংঘাত বৃহত্তর আকার ধারণ করতে পারে এবং তার ভয়াবহতা কেবল সীমান্তে আটকে থাকবে না। এর আগে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন খবর দেয় যে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জরুরিভিত্তিতে ন্যাশনাল কমান্ড অথরিটির মিটিং আহ্বান করেছেন। খাজা আসিফ এ প্রসঙ্গে বলেন, ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো বৈঠকের পরিকল্পনা নেই।