বিশ্বজমিন
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ৬৫ শিক্ষার্থী বহিষ্কার
মানবজমিন ডেস্ক
(৩ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ২:০০ অপরাহ্ন

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেয়ায় কমপক্ষে ৬৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। ওই বিক্ষোভের কারণে শুক্রবার বিশ্ববিদ্যালয়টির মূল লাইব্রেরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই শিক্ষার্থীরা ডরমেটরি ব্যবহার করা ছাড়া আর কোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তারা ফাইনাল পরীক্ষাও দিতে পারবেন না। এছাড়া আরও ৩৩ জনকে ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাবেক ছাত্র ও অন্য কলেজের ছাত্ররা আছেন। তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল লাইব্রেরির কিছু অংশ দখলে নেয় বিক্ষোভকারীরা। এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গাজায় ইসরাইলের চালানো আগ্রাসনে গত বছর ক্ষোভে ফুঁসে ওঠে কলাম্বিয়ার শিক্ষার্থীরা। এর পর থেকে হওয়া বড় বিক্ষোভগুলোর মধ্যে এটি অন্যতম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।