বিশ্বজমিন
স্পেশাল ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি
ভারত উত্তেজনা চায় না, পাকিস্তানের জবাব দিয়েছে
মানবজমিন ডেস্ক
(৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ অপরাহ্ন

বিশেষ ব্রিফিংয়ে ভারত জানিয়েছে, তারা উত্তেজনা চায় না। শুধু পাকিস্তানের হামলার জবাব দিয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ এই ব্রিফিং করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং। এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে উধমপুর, পাঠানকোট ও বাথিন্ডা সহ অন্যান্য স্থানে ভারতের ঘাঁটিতে হামলা করেছে পাকিস্তান। এটা পাকিস্তান সেনাবাহিনীর উস্কানি।
বিক্রম মিশ্রি এ কথা জানিয়ে বলেন, ভারত পরিমাপ অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারত কোনোরকম উত্তেজনা চায় না। পাকিস্তানের হামলার জবাব দিয়েছে শুধু। ব্রিফিংয়ে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী ড্রোন এবং উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে ভারতের পশ্চিমা ফ্রন্টে হামলা করেছে। ভারতের মোট ২৬টি শহরকে টার্গেট করেছে তারা। এসব হামলার বেশির ভাগই নিষ্ক্রিয় করে দিয়েছে ভারত। কর্নেল সোফিয়া কুরেশি বলেন, শ্রীনগর, অবন্তিপুরা এবং উধমপুরে স্কুল এবং মেডিকেল স্থাপনায়ও হামলা করেছে পাকিস্তান।
পাঠকের মতামত
যারা অসৎ তারা সত্য গোপন করে। প্রথমে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে ভারত এবং তারা তা গর্বের সঙ্গে বলেছে। এখন পাকিস্তানের পাল্টা হামলায় হতবিহ্বল ও দুর্বল হয়ে সুর নরম হয়েছে।