বিশ্বজমিন
গুগলের বিরুদ্ধে মেক্সিকোর মামলা
মানবজমিন ডেস্ক
(২ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১:৫৫ অপরাহ্ন

প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো। গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গালফ অব মেক্সিকোকে ‘গালফ অব আমেরিকা’ দেখানোর প্রেক্ষিতে ওই পদক্ষেপ নিয়েছে দেশটি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, এ বিষয়ে বেশ কয়েকবার প্রতিষ্ঠানটিকে অনুরোধ জানানো হলেও তারা তা আমলে নেয়নি। মামলাটি কোথায় করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদ ফেডারেল এজেন্সিগুলোর জন্য উপসাগরটির নাম গালফ অব আমেরিকা করার পক্ষে ভোট দেয়। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তিনি বলেন, নাম পরিবর্তন ন্যায্য। ওই উপসাগরে বেশিরভাগ কাজ যুক্তরাষ্ট্রই করে থাকে এবং এটি আমাদের। তবে শেইনবাউম সরকার বলছে, ট্রাম্পের আদেশ শুধু উপসাগরের যুক্তরাষ্ট্রের অংশের ক্ষেত্রে প্রযোজ্য। বলা হয়, পুরো উপসাগরের নাম পরিবর্তনের অধিকার যুক্তরাষ্ট্রের নেই। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য গুগলের কাছে চিঠি পাঠান শেইনবাউম। ওই মাসেই তিনি আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দেন। গুগলের তরফে জানানো হয়, মেক্সিকোতে বসবাসকারী গুগল ব্যবহারকারীদের জন্য আগের নামই থাকবে। পৃথিবীর অন্য কোথাও বসবাসকারীদের জন্য তা গালফ অব আমেরিকা নাম দেখতে পাবেন।