বিশ্বজমিন
শ্বেতাঙ্গ আফ্রিকান শরণার্থী গ্রহণের যুক্তরাষ্ট্রের পরিকল্পনার নিন্দা দ. আফ্রিকার
মানবজমিন ডেস্ক
(২ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১:৪৯ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানদের শরণার্থী হিসেবে গ্রহণ করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই তাদের পুনর্বাসন পরিকল্পনা শুরু করবে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ওই পরিকল্পনার নিন্দা করেছে দক্ষিণ আফ্রিকা। ফেব্রুয়ারিতে এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শ্বেতাঙ্গ আফ্রিকানদের জাতিগত বৈষম্যের শিকার হিসেবে আখ্যায়িত করেন। ওই সময় তিনি তাদেরকে যুক্তরাষ্ট্রে পুুনর্বাসনের সম্ভাবনা উন্মোচন করেন। সিবিএস নিউজ সম্ভাব্য পুনর্বাসনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য ‘অগ্রাধিকার’ হিসেবে বর্ণনা করেছে। এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি হোয়াইট হাউস। শুক্রবার দেয়া এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই পদক্ষেপকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ ও দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক গণতন্ত্রকে দুর্বল করার পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করেছে।
দক্ষিণ আফ্রিকা বলেছে, পুনর্বাসনের জন্য যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদের প্রত্যাবর্তনে বাধা দেয়া হবে না। তবে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, তারা যুক্তরাষ্ট্রে পুনবার্সনে আগ্রহীদের সাক্ষাৎকার নিচ্ছেন। জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন এমন আফ্রিকানদের বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। তবে কবে থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্ষতিপূরণ ছাড়া শ্বেতাঙ্গ কৃষকদের জমি বাজেয়াপ্ত করার অভিযোগ এনেছে। দেশটি অবশ্য বরাবরই যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখান করেছে। এদিকে দক্ষিণ আফ্রিকায় বড় হয়ে ওঠা ইলন মাস্ক প্রিটোরিয়ার সমালোচনা করে বলেছেন, এটি দক্ষিণ আফ্রিকার কৃষকদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।