ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের

মানবজমিন ডেস্ক

(২০ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৪ অপরাহ্ন

mzamin

নাটকীয়ভাবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি। সবাইকে চমকে দিয়ে শনিবার এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই ঘোষণা অনুযায়ী ভারতের সময় শনিবার বিকেল ৫টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে এর কয়েক ঘন্টা পরে ভারত দাবি করেছে, সন্ধ্যার দিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তারা ভারতে হামলা চালিয়েছে। এর উপযুক্ত জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী। তবে চুক্তি বাস্তবায়নে বিশ্বস্ততার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে পাকিস্তান। উল্টো তারাই ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বলেছে, পরিস্থিতি পাকিস্তানি সেনাবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে এবং সংযতভাবে মোকাবিলা করছে। 

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়- আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি মসৃণভাবে বাস্তবায়ন করতে হলে উপযুক্ত পর্যায়ে যোগাযোগের মাধ্যমে তা সমাধান করতে হয়। সম্মুখ সারিতে যেসব সেনা সদস্য আছেন তারা বিরত থাকার চর্চা করছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও অনলাইন এনডিটিভি। এদিন স্থানীয় সময় রাত ১১টার দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিবৃতিতে জানান যে, ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকদের মধ্যে সন্ধ্যার দিকে যে সমঝোতা হয়েছিল, তা গত তিন ঘন্টায় বার বার লঙ্ঘন করেছে পাকিস্তান। এটা এদিন যে বিষয়ে সমঝোতায় পৌঁছা হয়েছিল, তার লঙ্ঘন। সমঝোতা লঙ্ঘনের পর্যাপ্ত ও উপযুক্ত জবাব দিচ্ছে (ভারতের) সেনাবাহিনী। সমঝোতা লঙ্ঘনের এ বিষয়টিকে আমরা খুব, খুবই সিরিয়াসভাবে আমলে নিয়েছি।

 বিক্রম মিশ্রি এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিতে এবং চুক্তির বিষয়ে গুরুত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, সেনাবাহিনী পরিস্থিতিতে কঠোরভাবে নজর রাখছে। নিয়ন্ত্রণরেখা সহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর এভাবে বার বার চুক্তি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। 

রিপোর্টে বলা হয়, শ্রীনগর ও গুজরাটের কিছু অংশ সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ড্রোন দেখা যাওয়া ও তা নিষ্ক্রিয় করার পর এ বিবৃতি দিয়েছেন বিক্রম মিশ্রি। এ বিষয়ে স্থানীয় সময় রাত ৮টা ৫৩ মিনিটে এক্সে একটি পোস্ট দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন- যুদ্ধবিরতির নামে কি হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর ২০ মিনিটেরও কম সময় পরে আরেক পোস্টে তিনি বলেন, কোনো যুদ্ধবিরতি হয়নি। শ্রীনগরে মাঝামাঝি আকাশ প্রতিরক্ষা ইউনিট উন্মুক্ত আছে।

 

পাঠকের মতামত

যুদ্ধ কোন স্থায়ী সমাধান নয়। পৃথিবীর শান্তকামী মানুষের কাছে যুদ্ধের গ্রহণ যোগ্যতা নেই।

S kobir
১১ মে ২০২৫, রবিবার, ২:৫২ অপরাহ্ন

যুদ্ধতো শুরু হয় নাই এত তাড়াতাড়ি বিরতি কেন? কারণ আমরা বাংলাদেশীরা পাকিস্তানের নিকট বড় আশা করেছিলাম বাংলাদেশের "দুঃখ" ভারত কতৃক নির্মিত ফারাক্কা বাঁধ টিকে শক্তিশালী বোমার আঘাতে উড়িয়ে দিবে।

Shahid Uddin
১১ মে ২০২৫, রবিবার, ১১:০৭ পূর্বাহ্ন

Yep, expected, But don't go over boundaries.

জনতার আদালত
১১ মে ২০২৫, রবিবার, ১০:৩৪ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status