ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ফিরলেন টাকার কার্লসন, প্রথম টুইটার শো দিয়েই কাঁপিয়ে দিলেন ইন্টারনেট

মানবজমিন ডেস্ক

(১০ মাস আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

একদম ব্রান্ড নিউ ওয়েব শো নিয়ে টুইটারে হাজির হলেন আলোচিত রাজনৈতিক ভাষ্যকার ও টেলিভিশন ব্যক্তিত্ব টাকার কার্লসন। প্রথম শো দিয়েই ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত শুধু টুইটারেই ১০০ মিলিয়ন মানুষ তার শো-য়ের প্রথম পর্ব দেখেছেন। এছাড়া এটি রিটুইট করেছেন ২ লাখ ২৫ হাজার জন এবং এতে কমেন্ট পড়েছে ৭০ হাজারের বেশি। 

যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই টাকারের এই প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে। গত এপ্রিল মাসে ফক্স নিউজ থেকে বিদায় নেন তিনি। এরপরই তিনি টুইটারে নিজের শো চালু করার ঘোষণা দিয়েছিলেন। ফক্স থেকে বের হয়েই মূলধারার গণমাধ্যমে চলমান সেন্সরশিপের বিরুদ্ধেও কথা বলতে শুরু করেছেন তিনি। টুইটারে তিনি যে ওয়েব শো চালু করেছেন তার নাম দেয়া হয়েছে ‘টাকার অন টুইটার’। 

যুক্তরাষ্ট্রের টেলিভিশনের ইতিহাসের সবথেকে জনপ্রিয় প্রোগ্রামগুলোর একটি ছিল ফক্স নিউজের ‘টাকার কার্লসন টুনাইট’। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকার সময়েই গত এপ্রিলে ফক্সের সঙ্গে বিচ্ছেদ হয় টাকারের। এরপর টুইটারে তার ফিরে আসা নিয়ে এরইমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে ফক্স।

বিজ্ঞাপন
সংস্থাটি জানিয়েছে, টাকারের সঙ্গে তাদের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের আগে তিনি প্রতিদ্বন্দ্বীতামূলক কোনো প্রোগ্রাম চালু করতে পারবেন না। কিন্তু টুইটারে ওয়েব শো শুরু করে তিনি চুক্তি লঙ্ঘন করেছে। এ নিয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছে ফক্স। 

তবে প্রথম দিনেই ‘টাকার অন টুইটার’-এর যে পরিমাণ জনপ্রিয়তা দেখা গেছে তা হার মানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান টিভি চ্যানেলগুলোকেও। প্রথম ভিডিওতেও টাকার জানিয়ে দিয়েছেন যে, তার থেমে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তিনি জানান, শুধুমাত্র কিছু মানুষ দেশের সকল তথ্যের গতি নিয়ন্ত্রণ করে। কেউ যদি তাদের অপছন্দের আলোচনা করে, তাহলে তার মুখ বন্ধ করে দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। 

এর আগে গত মে মাসেই টুইটারে শো শুরু করার ঘোষণা দিয়েছিলেন টাকার কার্লসন। সেসময় টুইটারের মালিন ইলন মাস্ক তাকে স্বাগত জানিয়ে বলেছিলেন যে, তার সঙ্গে টুইটারের কোনো ব্যবসায়িক চুক্তি নেই। অন্য সবার মতো টাকারও টুইটারে কন্টেন্ট আপলোড করবেন। এমনকি তিনি চাইলে তার ভিডিও এবং অনুসারীদের নিয়ে অন্য প্লাটফর্মেও চলে যেতে পারেন। টাকারের প্রথম ভিডিও আপলোডের পর সেটিকে রিটুইট করেন মাস্ক। তিনি এতে বলেন, অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষদের জন্যেও টুইটারের দরজা খোলা।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status